বুধবার, ৬ জুন, ২০১৮ ০০:০০ টা

১৪ দলীয় জোট থেকেই নির্বাচনে অংশ নেব

—এম এ আউয়াল

১৪ দলীয় জোট থেকেই নির্বাচনে অংশ নেব

তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়াল এমপি বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের তরিকত ফেডারেশনই একমাত্র নিবন্ধিত ইসলামী দল। গত সংসদ নির্বাচনে ১৪-দলীয় জোট থেকে অংশ নিয়েছি। আগামী সংসদ নির্বাচনেও জোটগতভাবেই নির্বাচনে যাব। গতকাল কলাবাগানের নিজ কার্যালয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এম এ আউয়াল বলেন, আরও উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আবারও মহাজোট সরকারকে ক্ষমতায় আনার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে ১৪-দলীয় জোটকে আরও শক্তিশালী ও বেগবান হতে হবে। তিনি বলেন, খালেদা জিয়ার সাজার ঘটনা দেশে আইনের স্বাধীনতার সর্বশেষ প্রশংসনীয় লক্ষণ। যারা দুর্নীতি করবে এটা তাদের জন্য শিক্ষা। তিনি বলেন, জোট সরকার ক্ষমতায় থাকায় দেশে ইসলামের প্রচার ও প্রসার হচ্ছে। পীর মাশায়েখগণের দরবার-দরগায় উরস শরিফ অনুষ্ঠিত হচ্ছে, মিলাদ ও কিয়াম হচ্ছে। চলমান মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, মাদক গোটা দেশকে ধ্বংস করে দিচ্ছে। সরকারের এই কার্যক্রম অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে কোনো নিরপরাধী যেন হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সংগঠন প্রসঙ্গে তিনি বলেন, তরিকত ফেডারেশনকে খুব শিগগিরই নতুনভাবে, নতুন উদ্যমে সাজাব। পাশাপাশি সমমনা দলগুলো নিয়ে একটি ঐক্য প্রচেষ্টা রয়েছে দীর্ঘদিনের। অনেকের সঙ্গে কথা বলেছি। অনেকে ইতিবাচক সাড়া দিয়েছেন। তবে জোটটি নির্বাচনকেন্দ্রিক না কর্মসূচিভিত্তিক হবে, এটি এখনো ঠিক হয়নি। অপর এক প্রশ্নের জবাবে এম এ আউয়াল বলেন, বাঙালির হাজার বছরের পরাধীনতার ইতিহাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হতো না। সেই বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ খবর