বুধবার, ৬ জুন, ২০১৮ ০০:০০ টা

জোটে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত এখনই নয়

—মাওলানা মাহফুজুল হক

জোটে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত এখনই নয়

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, একাদশ সংসদ নির্বাচনে এককভাবে না জোট করে ভোটে অংশ নেব সে সিদ্ধান্ত আরও পরে নেওয়া হবে। তিনি বলেন, জোটে যাওয়া না যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। তবে ইসলামী দলগুলো নিয়ে জোট করার বিষয়ে বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। গতকাল রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের ছেলে মাওলানা মাহফুজুল হক। তিনি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যুগ্মমহাসচিব। খেলাফত মজলিস নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল। ৫ জানুয়ারির সংসদ নির্বাচন বর্জন করেছিল এ দলটি। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে মাওলানা মাহফুজুল হক বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদের দলের নেতা-কর্মীরা কাজ করছেন। বেশকিছু আসনে তৎপরতাও চলছে। আমরা ২০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকারের অধীনে আগামী নির্বাচনে যাবেন কিনা— জানতে চাইলে মাহফুজুল হক বলেন, আমরা আগে থেকে বলে আসছি, সরকারের কর্তব্য সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। সরকারের সফলতা-ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের সফলতা ও ব্যর্থতা দুটোই থাকে। তবে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে, এটা সরকারের চরম ব্যর্থতা। আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ হয় কিনা— জানতে চাইলে বলেন, শুধু আওয়ামী লীগ কেন, রাজনৈতিক দল হিসেবে সব দলের সঙ্গে যোগাযোগ থাকাটাই স্বাভাবিক। বিএনপির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বৃহৎ দল হিসেবে জনগণের প্রত্যাশিত কর্মসূচি দিতে ব্যর্থ হচ্ছে দলটি। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বলেন, হত্যা, গুম, ধর্ষণ, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধ বেড়েই চলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে মাদকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না থাকায় অনেক পরিবারের ভিতর মাদক ঢুকে পড়েছে এবং তা ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। সরকার এ বিষয়টি উপলব্ধি করে মাদকের বিরুদ্ধে যে অভিযান শুরু করেছে তা অবশ্যই প্রশংসিত। তবে বিনা বিচারে নির্বিচারে হত্যা করা কোনোভাবেই উচিত নয়। কোটা সংস্কার প্রসঙ্গে বলেন, প্রকৃত মেধাবীদের কাজে লাগাতে হবে। তাই কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিকতা রয়েছে।

সর্বশেষ খবর