বুধবার, ৬ জুন, ২০১৮ ০০:০০ টা

মুক্তিযোদ্ধাদের ভিসা ব্যবস্থা সহজ করল ভারত

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য ভিসা ব্যবস্থা আরও সরলীকরণ করল ভারত সরকার। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যাঁরা অংশগ্রহণ করেছিলেন এবং মিত্রবাহিনীর সদস্য ছিলেন তাঁরা এই সুযোগ পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সূত্র অনুসারে একাত্তরের যুদ্ধের সময়ে যাঁদের বয়স ১৩ থেকে ১৯ বছর ছিল তাঁরা এখন থেকে পাঁচ বছর মেয়াদি বহুমুখী সফরের মাল্টিপল ভিসা পাবেন। আগামী মাসে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ঢাকা সফর করবেন এবং সে সময় দ্বিপক্ষীয় বৈঠক হবে। তার আগে তিনি শুভেচ্ছা বার্তা দিতে এই সিদ্ধান্ত নেন।

এতদিন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের দীর্ঘমেয়াদি ভিসা দেওয়া হতো যাঁদের বয়স যুদ্ধের সময় ১৯ থেকে ৬৫ ছিল। সম্প্রতি বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের সরকারি সুযোগ পাওয়ার জন্য বয়সের নিম্নসীমা কমিয়ে দিয়েছেন। তারপরেই ভারত সরকার এই সিদ্ধান্ত নিলেন। এই মুক্তিযোদ্ধাদের পর্যটক ভিসা দেওয়া হবে। ১৯৭১ সালে যাঁদের বয়স ছিল ১৩ এখন তাঁদের বয়স ষাট এবং যাঁদের বয়স ছিল ১৯ তাঁদের হবে ৬৫। ৬৫ বছরের বেশি হলে দুদেশের চুক্তির কারণে দীর্ঘমেয়াদি ভিসার যে সুযোগ রয়েছে তাই বিদ্যমান থাকবে। কোনো পরিবর্তন হবে না। কেবলমাত্র মুক্তিযোদ্ধাদের মধ্যে যাঁরা ১৩ বছরের ছিলেন তারাই এবার প্রবীণদের মতো সুযোগ পাবেন।

সর্বশেষ খবর