শিরোনাম
বুধবার, ৬ জুন, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

ভারতে মোগলসরাই রেলস্টেশনের নাম পরিবর্তন

নয়াদিল্লি প্রতিনিধি

উত্তর ভারতে দিল্লি-কলকাতা রেলপথের গুরুত্বপূর্ণ মোগলসরাই রেল জংশনের নাম রেল মন্ত্রণালয় বদলে দিল। এই জংশনের নাম হবে বিজেপির আদর্শগুরু পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে। যিনি ভারতে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা আন্দোলনের প্রবক্তা। গতকাল উত্তর প্রদেশের রাজ্যপাল রাম নায়েক এ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, এখন থেকে এই স্টেশনের নাম হবে দীনদয়াল উপাধ্যায়। উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকার ভারত সরকারের কাছে এই নাম পরিবর্তনের সুপারিশ করেছিলেন। এতদিনে তার মঞ্জুরি মিলেছে। ১৯৬৮ সালে এই স্টেশনে পণ্ডিত উপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু হয়। তার পর থেকে বিজেপি এই স্টেশনের নাম পরিবর্তনের চেষ্টা চালায়। এর আগে বিজেপি সরকার যখন নাম পরিবর্তনের উদ্যোগ নেয়, তখন ভারতের পার্লামেন্টে বিরোধীরা শোরগোল করেছিলেন। ব্রিটিশ শাসনে ১৮০০ সালে এই স্টেশন নির্মিত হয়।

সর্বশেষ খবর