বুধবার, ১৩ জুন, ২০১৮ ০০:০০ টা

এই প্রথম বিমসটেকের যৌথ সামরিক মহড়া হচ্ছে ভারতে

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

এই প্রথম বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেকটোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) ভুক্ত দেশগুলোর সামরিক মহড়া অনুষ্ঠিত হতে চলেছে ভারতের পশ্চিমপ্রান্তের সামরিক ঘাঁটিতে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এ মহড়ার শেষ দুই দিনে বিমসটেকভুক্ত দেশের সেনাপ্রধানরা সামরিক নিরাপত্তা বিষয়ে এক আলোচনা চক্রে অংশগ্রহণ করবেন। এই প্রথম সাতটি দেশের সেনাপ্রধানরা একমঞ্চে উপস্থিত হচ্ছেন। আগামী সেপ্টেম্বর মাসে মহারাষ্ট্রের পুনেতে দুই দিনব্যাপী সম্মেলনে অংশগ্রহণ করবেন বিমসেটকভুক্ত বাংলাদেশ-ভারত-মিয়ানমার-শ্রীলঙ্কা-থাইল্যান্ড-ভুটান ও নেপাল। সরকারি সূত্র জানায়, এই যৌথ সামরিক মহড়ার মূল উদ্দেশ্য রণকৌশলগত বোঝাপড়া বাড়ানো এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় একে অপরের অভিজ্ঞতা বিনিময়। মহড়ার প্রাথমিক প্রস্তুতি আগামী সপ্তাহ থেকে শুরু হবে। তারপর আগস্ট মাসে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে। প্রত্যেক দেশ থেকে কমপক্ষে ৩০ জন সেনাবাহিনীর সদস্য অংশ নেবেন এই মহড়ায়। বিষয়ের মধ্যে রয়েছে আধা শহর এলাকায় সন্ত্রাসবাদ মোকাবিলায় অভিযান এবং তল্লাশির প্রক্রিয়া। এরপর বিমসটেকভুক্ত দেশগুলোতেও একই ধরনের মহড়া হবে।

১৯৯৭ সালে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশ নিয়ে গঠিত হয় বহুদেশীয় মঞ্চ বিমসটেক। মূলত আর্থিক যোগাযোগ বাড়ানোই এর প্রধান উদ্দেশ্য। এই প্রথম বিমসটেক দেশের মধ্যে সামরিক সমঝোতার বিষয়টি যুক্ত করা হচ্ছে। যার প্রভাব সুদূরপ্রসারী হতে পারে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন। উল্লেখ্য, চীন ও পাকিস্তান এই বহুদেশীয় মঞ্চের সদস্য নয়। সাতটি দেশের সেনাপ্রধানরা যে বিষয়ে আলোচনা করবেন তা হলো সন্ত্রাসবিরোধী অভিযান, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ যার শিকার প্রত্যেক দেশ। কীভাবে এই ক্ষেত্রে যৌথ সহযোগিতা করা যায় তা-ই হবে মূল প্রতিপাদ্য বিষয়। ভবিষ্যতে এই সাত দেশের মধ্যে কোনো সামরিক জোট তৈরি হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে। গত বছর বিমসটেক দেশগুলো যৌথভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মহড়া করেছিল। আর এই প্রথম যৌথ সামরিক মহড়া দিতে চলেছে।

সর্বশেষ খবর