বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

ঈদের দিনও মিলবে হাসপাতালে জরুরি সেবা

নিজস্ব প্রতিবেদক

ঈদের দিনও দেশের ৬৪ জেলার হাসপাতালে জরুরি বিভাগ চালু থাকবে। ঈদের দিন বহির্বিভাগ বন্ধ থাকলেও অন্য সব দিন খোলা থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) কাজী জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক প্রশাসন স্বাক্ষরিত নির্দেশনা দেশের ৬৪ জেলার হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ সময় অন্য সব দিনের মতোই হাসপাতাল খোলা থাকবে। শুধু বহির্বিভাগ ও অন্তর্বিভাগ বন্ধ থাকবে। কিন্তু জরুরি বিভাগ অন্যান্য সময়ের মতোই খোলা থাকবে। এ ছাড়া অন্য দিনগুলোতে সব বিভাগই খোলা থাকবে বলে জানান তিনি। নির্দেশনা অনুযায়ী হাসপাতালগুলো এ সময়ে রোগীদের সেবা নিশ্চিত করতে রোস্টার তৈরি করেছে। ঈদের ছুটিতে মুসলিম ব্যতীত অন্য ধর্মাবলম্বীরা এ সময় দায়িত্ব পালন করবেন। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতাল) পরিচালক আবদুল গণি মোল্লা বলেন, মুসলিম ধর্মাবলম্বী ছাড়া অন্য সবাইকে দায়িত্ব ভাগ করে ঈদের ছুটির রোস্টার তৈরি করা হয়েছে। তবে ঈদের দিনও আমিসহ প্রশাসনের কয়েকজন সার্বক্ষণিক তদারকিতে হাসপাতালে উপস্থিত থাকব। এসময় রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন কঠোরভাবে নজরদারি করা হবে। রোগীদের যেন কোনো অসুবিধা না হয় সেজন্য জরুরিভিত্তিতে সব সেবা চালু থাকবে হাসপাতালে।

সর্বশেষ খবর