শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮ ০০:০০ টা
কৃষি সংবাদ

দামে ধস, গাছে পাকছে আম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দামে ধস, গাছে পাকছে আম

বাজারে আমের দাম নেই। গাছে গাছে ঝুলছে পাকা আমের থোকা। দাম কম থাকায় চাষিরা গাছ থেকে আম নামাচ্ছেন না। তাই গাছেই নষ্ট হচ্ছে আম। চাষিরা লোকসানের আশঙ্কায় হতাশ হয়ে পড়েছেন। এবারে আমের ভরা মৌসুমে রমজান থাকায় এবং দাবদাহের কারণে সব আমই পাকছে আট থেকে দশ দিন আগে। গত বছরের তুলনায় আবহাওয়া অনেকটা অনুকূলে থাকায় এ বছর প্রচুর গাছে মুকুল আসে। সেইসঙ্গে প্রাকৃতিকভাবে গাছের পরিচর্যা করায় গাছে আশানুরূপ আমের ফলন হয়। তবে গত মৌসুমের মতো এবারও প্রশাসন গাছ থেকে আম নামানোর ক্ষণ ঠিক করে দেওয়ায় চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন। কারণ, এ বছর তীব্র দাবদাহের কারণে সময়ের আগে গাছেই আম পাকতে শুরু করে। রাজশাহীর চারঘাট, বাঘা, শ্যামপুর, কাশিয়াডাঙ্গা, পবার বিভিন্ন এলাকা; পুঠিয়ার কিছু অংশ সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রায় গাছেই পাকা আম ঝুলছে। কারণ জানতে চাইলে অনেকে জানালেন, রমজানের কারণে আম বিক্রি কম। তাই বাজারে দাম অনেক কম। আবার বিদেশে রপ্তানির কথা থাকলেও আজ পর্যন্ত এক কেজি আমও বিদেশ যায়নি। মৌসুমের শুরুতে কিছু আম বিদেশে গেলেও বিভিন্ন অভিযোগ তুলে তারা আম ফেরত পাঠিয়েছে।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলীম উদ্দিন জানান, এখনো যেসব গাছে আম আছে তাতে মোটামুটি ভালো ফলন হবে বলে আশা করা হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর