রবিবার, ২৪ জুন, ২০১৮ ০০:০০ টা

কাল আমরণ অনশনে যাচ্ছেন নন এমপিও শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ও প্রতীকী অনশনের পর আগামীকাল থেকে আমরণ অনশনে যাচ্ছেন নন এমপিও শিক্ষক-কর্মচারীরা। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে গত ১০ জুন থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা।

গতকাল বৃষ্টির মধ্যেই নন এমপিও শিক্ষক-কর্মচারীরা খোলা আকাশের নিচে প্রতীকী অনশন পালন করেছেন। বৃষ্টি উপেক্ষা করেই এমপিওভুক্তির দাবিতে নানা স্লোগানে মুখরিত করে রাখেন প্রেস ক্লাব এলাকা। বিকাল ৫টা পর্যন্ত অনশন করার কথা থাকলেও ভেজার কারণে তারা বিকাল ৩টার মধ্যে অনশন কর্মসূচি শেষ করেন। ইন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণ রায় এ প্রতিবেদককে বলেন, দাবি আদায়ের লক্ষ্যে দফায় দফায় কর্মসূচি পালন করলেও এমপিওভুক্তির দাবি পূরণ হয়নি। দীর্ঘদিন সরকারের পক্ষ থেকে কোনো বেতন ভাতা না পেয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন এসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের পরিবারের সদস্যরা। রবিবারের মধ্যে দাবি মেনে নেওয়ার ঘোষণা না এলে সোমবার থেকে আমরণ অনশনে যাবেন তারা। বিনয় ভূষণ জানান, এবার দাবি পূরণ ছাড়া তারা বাড়ি যাবেন না। শিক্ষক নেতারা গতকাল তাদের বক্তব্যে বলেন, সারা দেশে পাঁচ হাজার ২৪২টি স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে এর আগে বিভিন্ন সময়ে ২৭ বার ঢাকায় বিভিন্ন কর্মসূচি পালন করার পরও এমপিওভুক্তির দাবি আদায় হয়নি। গত ৫ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্তির দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও সে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই তাদের।

সর্বশেষ খবর