রবিবার, ২৪ জুন, ২০১৮ ০০:০০ টা

বোমা হামলায় যুবলীগ নেতার মৃত্যু যশোরে

নিজস্ব প্রতিবেদক, যশোর

শুক্রবার রাতে যশোরে দুর্বৃত্তদের অস্ত্র ও বোমায় আহত যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক আরাফাত মুনাফ লিটন (৩২) গতকাল ভোরে মারা গেছেন। এ ঘটনায় আহত আরেক যুবলীগ কর্মী ফজলুল করিম মিলন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত লিটন শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আবদুল মুন্না মনুর ছেলে।

নিহতের ভাই যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল মুনাফ দিলু ও আহত যুবলীগ কর্মী ফজলুল করিম মিলন বলেন, শুক্রবার রাত ৯টার দিকে লিটন, মিলনসহ যুবলীগের স্থানীয় কয়েকজন         যুবলীগের ঘোপ আঞ্চলিক কার্যালয়ে বসেছিলেন। ওইসময় ২০/২৫ জন সন্ত্রাসী সেখানে গিয়ে অন্যদের বের করে দেয়। এরপর তারা লিটনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে ত্রাস সৃষ্টির জন্য তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকা ত্যাগ করে তারা। স্থানীয়রা আহত লিটন ও মিলনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তারা বলেন, রাত ১২টার দিকে লিটনকে অপারেশন থিয়েটার থেকে চিকিৎসকরা বের করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। রাতে ঢাকায় নেওয়ার পথে লিটনের অবস্থার আরও অবনতি হলে স্বজনরা তাকে ফরিদপুর মেডিকেলে নিয়ে যান। সেখানে ভোর ৪টার দিকে মারা যান তিনি। এলাকাবাসী জানান, নিহত লিটন যশোর শহর যুবলীগের বিগত কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন। তবে এ ব্যাপারে সংগঠনটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল বাশার বলেন, ঢাকায় নেওয়ার পথে আহত যুবলীগ নেতা মারা গেছেন বলে শুনেছি। এ ব্যাপারে শুক্রবার রাতেই মামলা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর