রবিবার, ২৪ জুন, ২০১৮ ০০:০০ টা
প্রকৃতি

ডুলাহাজরায় ছয় আফ্রিকান জেব্রা

নিজস্ব প্রতিবেদক

ডুলাহাজরায় ছয় আফ্রিকান জেব্রা

জব্দ হওয়া তিন জেব্রা দম্পতি নতুন বাসিন্দা হিসেবে কক্সবাজার জেলার ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্কে স্থান পেল। এ তিন দম্পতি হলো— ঊষা-সিয়াম, ঊর্মি-উৎপল এবং লাভলী-রাজ। শুক্রবার সকালে ছয় আফ্রিকান জেব্রাকে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে কক্সবাজার সাফারি পার্কে নেওয়া হয়। এরপর গতকাল দুপুরে পার্কের নির্দিষ্ট  বেষ্টনীতে জেব্রাগুলোকে অবমুক্ত করা হয়। এ সাফারি পার্কে আগে কোনো জেব্রা ছিল না। নতুন এসব প্রাণী দেখে আনন্দিত দেশি-বিদেশি পর্যটক ও আগত দর্শনার্থীরা। এ বিষয়ে কক্সবাজার বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রকল্প পরিচালক এস এম গোলাম মওলা বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে বলেন, বিদেশ থেকে পাচার হয়ে আসার পর যশোর জেলার শার্শা উপজেলা থেকে জব্দ করা হয় ৮ জেব্রা। পরে ছয়টির নাম দিয়ে পাঠানো হয় গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে। সেখান থেকে প্রধান বন সংরক্ষকের নির্দেশে কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্কে ৬টি জেব্রা হস্তান্তর করে গাজীপুরের সাফারি পার্ক কর্তৃপক্ষ। সাফারি পার্কের সহকারী  ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ৬টি  জেব্রার মধ্যে একটি জেব্রা শারীরিকভাবে দুর্বল। কয়েক দিন প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেলে একেবারে সুস্থ হয়ে উঠবে  জেব্রাটি। দৃষ্টি আকর্ষণ করা হলে সাফারি পার্কের সহকারী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, এ প্রাণী তৃণভোজী ও শান্ত স্বভাবের হয়। এদের প্রধান খাবার নরম ঘাস ও ভুসি। এ প্রাণী ঘোড়া প্রজাতির বংশধর। শরীরে সাদার ওপর কালো ডোরা কাটা দাগ জেব্রাকে সৌন্দর্যমণ্ডিত করেছে। খাদ্যের সন্ধানে এরা বহুদূর পর্যন্ত যায়। আবদ্ধ অবস্থায় জেব্রা ২০ থেকে ২৫ বছর বেঁচে থাকে। গত ৮ মে যশোরের শার্শা উপজেলার সাতমাইল পশুর হাটে পাচার হয়ে আসা গরুর খোঁয়াড় থেকে ৮টি জীবিত জেব্রা উদ্ধার করে যশোর জেলা ডিবি পুলিশের একটি দল। পরে আদালতের নির্দেশে সেগুলোকে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে ছেড়ে  দেওয়া হয়।

সর্বশেষ খবর