সোমবার, ২৫ জুন, ২০১৮ ০০:০০ টা

যশোর ও পাবনায় তিন জন নিহত বন্দুকযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, যশোর ও পাবনা প্রতিনিধি

পাবনার বেড়া উপজেলার ঢালারচরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য। পুলিশের দাবি নিহত নিজাম মণ্ডল (৪২) আন্তঃজেলা ডাকাত দলের প্রধান ও চরমপন্থি নেতা। তিনি ২০১০ সালে পাবনার ঢালারচরে চাঞ্চল্যকর তিন পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি। নিহত নিজাম মণ্ডল আমিনপুর থানার মিরপুর গ্রামের জিলাল মণ্ডলের ছেলে। অন্যদিকে যশোরে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানাপুলিশ জানতে পারে যে, আমিনপুর থানার ঢালারচর মালদার হাট নামক স্থানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ১০ থেকে ১২ মিনিট বন্দুকযুদ্ধের পর ডাকাতদলের সদস্যরা পালিয়ে গেলে পুলিশ নিজাম মণ্ডলকে গুলিবিদ্ধ আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ১টি দেশীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২টি গুলির খালি কার্তুজ ও ৩টি চাপাতি উদ্ধার করে পুলিশ। পুলিশ আরও জানায়, নিহত নিজাম মণ্ডলের বিরুদ্ধে পাবনা ও রাজবাড়ী জেলায় ৭টি খুন ও ২টি অপহরণ মামলা রয়েছে।

যশোরে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার : যশোরের মণিরামপুর উপজেলার ছাতিয়ানতলা এলাকা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের বয়স ৩০ থেকে ৩২ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধের সময় এই দুই যুবক মারা গেছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, গতকাল ভোর ৫টার দিকে যশোর-মণিরামপুর সড়কের বেগারিতলা-ছাতিয়ানতলা বিল এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে বলে তারা খবর পান। এরপর তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে গেলে সন্ত্রাসীরা রাস্তার দুই পাশে পাটখেতের মধ্য দিয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশিকালে রাস্তার পাশ থেকে দুজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। লাশ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওসি জানান, ঘটনাস্থলে কোনো অস্ত্র পাওয়া যায়নি। স্থানীয়রা নিহত দুজনকে শনাক্ত করতে পারেনি। সন্ত্রাসীরা বহিরাগত বলে ধারণা করছে পুলিশ। যশোর জেনারেল হাসপাতাল সূত্র জানায়, নিহতদের একজনের মাথায় একটি ও অন্যজনের মাথায় দুটি গুলি বিদ্ধ হয়েছে। গুলিতে তাদের চেহারা বিকৃত হয়ে গেছে।

সর্বশেষ খবর