সোমবার, ২৫ জুন, ২০১৮ ০০:০০ টা

ভারতে বন্দী বাদল ফারাজি দেশে ফিরছেন

নয়াদিল্লি ও কলকাতা প্রতিনিধি

দশ বছর এক খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে ভারতের জেলে আটক থাকার পর বাংলাদেশি বাদল ফারাজি ২৯ জুন ঢাকায় ফিরছেন। ভারত ও বাংলাদেশ সাজাপ্রাপ্ত অপরাধীদের বিনিময় চুক্তি অনুযায়ী এটাই প্রথম প্রত্যর্পণ। দিল্লির বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার কাউন্সিলর মোশারেফ হোসেন জানান, ‘২৭ জুন ঢাকা থেকে দুই পুলিশ অফিসার আসছেন। তারাই তাকে ফিরিয়ে নিয়ে যাবেন।’ কিন্তু  বাদল কি নিরপরাধ? এর জবাবে মিনিস্টার বলেন, ‘যেহেতু বিষয়টি নিয়ে আদালত রায় দিয়েছে তাই কোনো মন্তব্য করতে পারব না।’ ঘটনার বিচিত্রতা হলো— বাদল ২০০৮ সালের ১৩ জুলাই পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন। কিন্তু ওই বছরের মে মাসের দিল্লির এক খুনের ঘটনায় পুলিশ তাকে দোষী সাব্যস্ত করে। অথচ তার ভিসা দেওয়া হয়েছিল ৯ জুলাই। প্রথমে নিম্ন আদালত বাদলকে দোষী সাব্যস্ত করে। পরে ২০১৬ সালে দিল্লি হাই কোর্ট সেই রায়কে বৈধ বলে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। বাদলের আইনজীবী সুমা সেবাস্টিয়ান জানান, বাংলাদেশ থেকে কোনো সাক্ষী এনে প্রমাণ করা যায়নি যে, সে খুনের সময়ে বাংলাদেশেই ছিল। পরে সুপ্রিম কোর্টও তার আবেদন খারিজ করে। এরপর দিল্লির সমাজসেবী রাহুল কাপুর বাদলের মামলা নিয়ে কেন্দ্রীয় সরকার ও আদালতের কাছে আবেদন করে জানান, বাদলের বাবার মৃত্যু হয়েছে। এরই মধ্যে তিনি ১০ বছর জেলে কাটিয়েছেন। এখন তাকে তার দেশে ফিরিয়ে দেওয়া উচিত নতুন চুক্তি অনুযায়ী। রাহুল দিল্লিতে প্রতিবাদ মিছিলও করেন বাদলের মুক্তির জন্য। তারপর এতদিনে ভারত ও বাংলাদেশ সরকার বাদলকে ভারতের জেল থেকে বাংলাদেশের জেলে স্থানান্তর করতে একমত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাদলকে হস্তান্তরের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে চিঠি দিয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশনকেও জানানো হয়েছে। চলতি মাসের গোড়াতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে দিল্লির বাংলাদেশ হাইকমিশনকে চিঠি দিয়ে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের দণ্ডপ্রাপ্ত বন্দীবিনিময় চুক্তির অধীনে ফারাজিকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিষয়টিতে মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বাদল ফারাজিকে বাংলাদেশে ফেরত নিয়ে যাওয়ার ব্যাপারে সে দেশের (বাংলাদেশ) পক্ষ থেকে দ্রুত প্রক্রিয়া শুরু করা হয়। নিয়ম অনুযায়ী বাংলাদেশ সরকারের দুজন পুলিশ এসকর্ট কর্মকর্তা ভারতে এসে ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা করে কারাগার থেকে ফারাজিকে নিজেদের দেশে নিয়ে যেতে হবে। এ ব্যাপারে গতকাল দিল্লির বাংলাদেশ হাইকমিশনের এক শীর্ষ কর্মকর্তা জানান, ‘২৭ জুন বাংলাদেশ থেকে দুটি পুলিশ এসকর্ট টিম দিল্লিতে এসে পৌঁছবে এবং ২৯ জুন বাদলকে নিয়ে এসকর্ট টিম দিল্লি বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। এ ধরনের একটি মানবিক ক্ষেত্রে আমাদের দুই দেশের সরকারের পারস্পরিক সহযোগিতায় আমরা খুবই আনন্দিত।’

সর্বশেষ খবর