সোমবার, ২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা পেপারের লেনদেন আজ শুরু

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করা বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হচ্ছে আজ। দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সঙ্গে শুরু হবে লেনদেন। কোম্পানির ৭৫ কোটি টাকার চাহিদার বিপরীতে বিনিয়োগকারীরা ৬৮৩ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ৬০০ টাকার শেয়ার কিনতে আবেদন করে। এতে চাহিদার ৮.১১ গুণ বেশি আবেদন জমা পড়ে।

বুকবিল্ডিং পদ্ধতিতে বিডিংয়ে বসুন্ধরা পেপার মিলসের কাট অফ প্রাইস ৮০ টাকা নির্ধারিত হয়। এই দরে কোম্পানি ১২৫ কোটি টাকা সংগ্রহ করে। আর আইপিওতে ১০ শতাংশ কমে প্রতিটি শেয়ার ৭২ টাকা দরে ৭৫ কোটি টাকা সংগ্রহ করেছে। যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনা, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচ নির্বাহে কোম্পানিটি শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করেছে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস। গত ৩০ জানুয়ারি বিএসইসির ৬২৭তম সভায় বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ার বিক্রির জন্য কোম্পানিটির আইপিও অনুমোদনে দেওয়া হয়।

সর্বশেষ খবর