বুধবার, ৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

জাতিসংঘে একাত্তরের গণহত্যার স্বীকৃতি চাইল বাংলাদেশ

প্রতিদিন ডেস্ক

জাতিসংঘ সদর দফতরে ‘সুরক্ষা বিধানের দায়িত্ব এবং গণহত্যা প্রতিরোধ, জাতিগত নির্মূল, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ’ বিষয়ক এক মুক্ত আলোচনায় অংশ নিয়ে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার স্বীকৃতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চাইল বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন। ২ জুলাই জাতিসংঘ সাধারণ পরিষদ এই উন্মুক্ত আলোচনার আয়োজন করে। আরিফুল ইসলাম জাতিগত নির্মূল, গণহত্যা ও সহিংসতা প্রসঙ্গে বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা উল্লেখ করে বলেন, ‘এই সহিংসতা ও সংকটের ব্যাপকতা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে।’ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের অংশ হিসেবে জাতীয় পর্যায়ে টেকসই ও অগ্রগতিশীল প্রচেষ্টার সঙ্গে মিল রেখে বাংলাদেশ সব সময়ই আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইন সমুন্নত রাখবে মর্মে উল্লেখ করেন বাংলাদেশ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স। গণহত্যা প্রতিরোধ বিষয়ক জাতিসংঘ কনভেনশন ও আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির সর্বজনীনকরণে বাংলাদেশের প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন তিনি। বিশ্ব সম্মেলন ২০০৫-এ ঘোষিত ও গৃহীত ‘সুরক্ষা বিধানের দায়িত্ব নীতিমালার প্রতি বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন উপ-স্থায়ী প্রতিনিধি। খবর এনআরবি নিউজের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর