রবিবার, ৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা
ম্যাক্স হাসপাতালে অবহেলায় মৃত্যু

দুই চিকিৎসক চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শিশু রাইফার মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের ‘অবহেলার প্রমাণ মেলায়’ অবশেষে দুই চিকিৎসককে চাকরিচ্যুত করেছে নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতাল। ওই দিন দায়িত্বরত চিকিৎসক ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্র দেবকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানান হাসপাতালটির পরিচালক ডা. লিয়াকত আলী খান। প্রসঙ্গত, দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক রুবেল খানের আড়াই বছর বয়সী মেয়ে রাইফাকে গত বৃহস্পতিবার ম্যাক্স হাসপাতালে ভর্তি করানোর পরদিন রাতে তার মৃত্যু ঘটে। শুক্রবার রাতেই ‘ভুল চিকিৎসায়’ তার মৃত্যু হয়েছে অভিযোগ এনে বিক্ষোভ করেন সাংবাদিকরা। পরে ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদফতর থেকে একটি কমিটি করে দেওয়া হয়। পাশাপাশি চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটিও এ ঘটনার তদন্ত করে। দুই কমিটিই চিকিৎসায় অবহেলা হয়েছে বলে তদন্ত প্রতিবেদন দিয়েছে। এদিকে চট্টগ্রাম সিভিল সার্জনের নেতৃত্বাধীন কমিটি বৃহস্পতিবার রাতে তাদের প্রতিবেদন দেয়, যাতে এই দুই চিকিৎসকের পাশাপাশি শিশু বিশেষজ্ঞ বিধান রায়কেও চিকিৎসায় ‘অবহেলার দায়ে’ অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। প্রতিবেদনে বলা হয়— ‘শিশু বিশেষজ্ঞ ডা. বিধান রায় চৌধুরী শিশুটিকে যথেষ্ট সময় ও মনোযোগসহকারে পরীক্ষা করে দেখেননি। ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্র দেব শিশুটির রোগ জটিলতার বিপদকালে আন্তরিকতার সঙ্গে সেবা দেননি বলে শিশুর পিতা-মাতা যে অভিযোগ উত্থাপন করেছেন, যা এই তিন চিকিৎসকের বেলায় সত্য বলে প্রতীয়মান হয়।’

তদন্ত কমিটির প্রতিবেদনে চিকিৎসায় অবহেলার অভিযোগে তিন চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ম্যাক্স হাসপাতালের ত্রুটিপূর্ণ চিকিৎসা ব্যবস্থা অতি দ্রুত সংশোধন, ডিপ্লোমাধারী নার্স দিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর