বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

শিল্পকলায় যাদুর লাটিম

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় যাদুর লাটিম

আরব্য রজনীর কাহিনী অবলম্বনে শিল্পকলা একাডেমিতে কণ্ঠশীলন মঞ্চায়ন করেছে ভিন্নধর্মী গল্পের নাটক ‘যাদুর লাটিম’।

গতকাল সন্ধ্যায় একডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। এটি ছিল নাটকটির নবম প্রদর্শনী। নোবেল বিজয়ী মিসরীয় ঔপন্যাসিক নাগিব মাহফুজের ‘অ্যারাবিয়ান নাইটস অ্যান্ড ডেজ’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন রাফিক হারিরি। নির্দেশনায় ছিলেন কণ্ঠশীলন অধ্যক্ষ মীর বরকত। ‘যাদুর লাটিম’ এক কল্পিত শহরের ইফরিদ-কুফরিদ নামের দুষ্ট জিনের গল্প হলেও বাস্তবতার বাইরে কিছু নয়। মানুষের শিরায়-উপশিরায় ঘুরে বেড়ানো ইফরিদ আর কুফরিদ মানুষের মনে সন্দেহ ও অবিশ্বাসের বিষ ঢুকিয়ে এবং ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে নগরজুড়ে নৈরাজ্য সৃষ্টি করতে থাকে। সেই চক্রান্তের বলি হয় ব্যবসায়ী সানান, কোটিপতি কারাম, হামদানি, সালিম, তরুণী। কুফরিদের চক্রান্তে গভর্নর খুন হওয়ার পর ইফরিদ কালো জাদু থেকে মুক্ত হয়ে তারা আরও বেপরোয়া হয়ে ওঠেন। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রইস উল ইসলাম, মোস্তফা কামাল, এ কে এম শহীদুল্লাহ কায়সার, সোহেল রানা, সালাম খোকন, অনন্যা গোস্বামী, জে এম মারুফ সিদ্দিকী, নিবিড় রহমান, অনুপমা আলম, মো. আবদুল কাইয়ুম, রুবেল মজুমদার, লায়লা নজরুল, নিশরাত জেবিন নিশি, শেখ সাজ্জাদুর রহমান, ফাহিম আবরার, আনিকা মৌনি, তাসিন ইসলাম, মিজানুর রহমান চৌধুরী মিশন, অনুপ্রভা মণ্ডল প্রমুখ।

এশিয়া প্যাসিফিক কনভেনশনে অংশ নিচ্ছে বাংলাদেশের শিশুরা : আগামীকাল জাপানের ফুকুওয়ায় শুরু হচ্ছে ১৩ দিনের ‘এশিয়া প্যাসিফিক শিশু কনভেনশন-২০১৮’। এশিয়ার বিভিন্ন দেশের শিশুদের সঙ্গে বাংলাদেশের শিশুরাও এই সমাবেশে অংশ নিচ্ছে। ৯ সদস্যবিশিষ্ট একটি শিশুদের দল ১২ জুলাই সিঙ্গাপুর এয়ারলাইন্সযোগে ফুকুওকার উদ্দেশে রওনা করবে। সমাবেশের শেষ দিন ২৪ জুলাই দলটি দেশে ফিরে আসবে। দলটিতে লিয়াজোঁ অফিসার হিসেবে রয়েছেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন। গতকাল শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব জানান একাডেমির সংশ্লিষ্টরা। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর