বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা
চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা

খালেদার জামিনের মেয়াদ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির না করায় যুক্তিতর্কের শুনানি আবার পিছিয়েছে। তবে খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনে এ মামলায় তার জামিনের মেয়াদ ১৭ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছেন আদালত। গতকাল ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে মামলাটির বিচার চলছে। বিএনপি চেয়ারপারসনকে আদালতে হাজির না করার পেছনে কারা কর্তৃপক্ষ কী কারণ দেখিয়েছে জানতে চাইলে এ আদালতের পেশকার মোকাররম হোসেন বলেন, কারা কর্তৃপক্ষ আগের মতোই একটি কাস্টডি স্লিপ পাঠিয়ে বলেছে, ‘নট ফিট ফর টুডে।’ শুনানিতে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে এজলাসে হাজির করতে চাইলেও তিনি নিজে থেকেই আসছেন না। পরে আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া এ সময় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে বিচারক তা ১৭ জুলাই পর্যন্ত বাড়িয়ে দেন। এ বিষয়ে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী নুরুজ্জামান তপন বলেন, মঙ্গলবার এ মামলায় যুক্তিতর্ক শুনানির দিন ছিল। জামিনে থাকা দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খানও আদালতে হাজির ছিলেন।

কুমিল্লার বিস্ফোরক মামলায় জামিন শুনানি ১৫ জুলাই : বিস্ফোরকদ্রব্য-সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইনে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় করা এক মামলা বাতিল এবং ওই মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদন পুনরায় শুনানির জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করেছেন হাই কোর্ট। গতকাল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও আমিনুল হক। সঙ্গে ছিলেন কায়সার কামাল, এ কে এম এহসানুর রহমান, অ্যাডভোকেট মাসুদ রানা প্রমুখ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি ২০-দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে এ মামলাটি করা হয়। পরে ২০১৭ সালের ২ মার্চ ওই মামলায় বিশেষ ক্ষমতা আইনে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলা বাতিল চেয়ে ২৭ মে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার দিন থেকেই রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে তাকে। ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। তবে বেশ কয়েকটি মামলায় গ্রেফতার থাকায় তার কারামুক্তি মেলেনি।

সর্বশেষ খবর