বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

একনেকে ২ হাজার ৯২০ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

২ হাজার ৯২০ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ের মোট ছয়টি (নতুন ও সংশোধিত) প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে জিওবি ২ হাজার ৭০ কোটি ১৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ২২৪ কোটি ৫৫ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৬২৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয় হবে। গতকাল শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, সভায় সারা দেশে পুরাতন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদির মেরামত এবং নতুন অবকাঠামো নির্মাণ, প্রকল্পসহ ছয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় হবে দুই হাজার ৯২০ কোটি ৩৯ লাখ টাকা। অর্থ প্রতিমন্ত্রী জানান, শুধু খাদ্য গুদাম প্রকল্পে ব্যয় হবে ৩১৬ কোটি ৮৮ লাখ টাকা। এর পুরোটাই সরকারি অর্থায়নে হবে। এ সময় প্রতিমন্ত্রী তেজগাঁওয়ের সরকারি খাদ্যগুদাম নিয়ে বলেন, ‘তেজগাঁওয়ের সরকারি খাদ্যগুদাম দেখে প্রধানমন্ত্রী অবাক হয়েছেন, খাদ্য গুদাম ময়লা, ভাঙা, পানি পড়ে।’ এদিকে দেশের ৩৭টি জেলার সার্কিট হাউসের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ২০১৯ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে অনুষ্ঠিত হবে। ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণ’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, যদিও প্রকল্পের মেয়াদ ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, তবে এর আগে অর্থাৎ ২০১৯ সালের মধ্যেই এক্সিবিশন সেন্টার নির্মাণ করে দিতে সম্মতি দিয়েছে চীন। সব অবকাঠামো চীনে নির্মিত হবে, পূর্বাচলে শুধু এগুলো বসানো হবে। ফলে দ্রুত সময়েই এটা নির্মিত হবে বলে আশাবাদী। প্রকল্পগুলো হলো— ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্প; ‘মাইজদী-রাজগঞ্জ-ছয়ানী-বসুরহাট-চন্দ্রগঞ্জ (আর-১৪৩) আঞ্চলিক মহাসড়ককে যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প; ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর আওতায় বাস্তবায়িতব্য খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণের জন্য লিংক (১ম সংশোধিত)’ প্রকল্প; ‘বাংলাদেশের ৩৭টি জেলায় সার্কিট হাউসের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ’ প্রকল্প; ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্প ও ‘সারা দেশে পুরাতন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদির মেরামত এবং নতুন অবকাঠামো নির্মাণ’ প্রকল্প।

সর্বশেষ খবর