বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা
কোটা সংস্কার আন্দোলন

ফারুকসহ তিনজন দুই দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

রাজধানীর শাহবাগ থানার পৃথক দুই মামলায় কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হোসেনসহ তিনজনকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল  ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন। ফারুক ছাড়া অন্য দুজন হলেন মশিউর রহমান ও জসীম উদ্দিন। তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এর আগে তিনজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় ছাত্রদের রিমান্ড বাতিল চেয়ে আদালতে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া। মামলা সূত্রে জানা গেছে, ৯ এপ্রিল রাত দেড়টা থেকে ২টার মধ্যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। এ সময় উপাচার্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসভবনের ভিতর তছনছ এবং ব্যাপক ভাঙচুর করা হয়। উপাচার্যের বাসভবনে হামলা, পুলিশের বিশেষ শাখার সদস্যের মোটরসাইকেল ভাঙচুর ও ওয়াকিটকি কেড়ে নেওয়ার ঘটনায় শাহবাগ থানায় পৃথক তিনটি মামলা হয়।

সর্বশেষ খবর