বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

টাঙ্গাইলে তিন আওয়ামী লীগ নেতার ওপর হামলা এমপিকে অবাঞ্ছিত ঘোষণা

টাঙ্গাইল প্রতিনিধি

কালিহাতী উপজেলায় সন্ত্রাসী ‘শান্তবাহিনী’র হামলায় আওয়ামী লীগের তিন নেতা আহত হয়েছেন। জানা যায়, তারা চাঁদা না পাওয়ায় গতকাল সকালে উপজেলা সদরের সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ হামলা চালায়। প্রতিবাদে ব্যবসায়ী-শ্রমিকরা কালিহাতী বাসস্ট্যান্ডে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারীকে কালিহাতীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং আজ বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস উপজেলা সদরে হরতাল আহ্বান করা হয়।

জানা যায়, সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন নিলামে কিনে নেওয়ার পর ভাঙতে গেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শান্ত মিয়া (২০), রুমেল (২০), মিনহাজ (২২), আজিজুল (২১), আবদুল আলিম (২৩) ও স্বাধীনসহ (২৮) ১০-১২ জন সন্ত্রাসী ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে। ঠিকাদার চাঁদা না দেওয়ায় ভবনটিতে তালা লাগিয়ে দেয়। পরে বিদ্যালয়ের ভবনটি ভাঙতে গেলে শান্ত ও তার সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা চালায়। এতে উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম আমিন, কালিহাতী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রতন ও পৌর শ্রমিক লীগের যুগ্মসাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রাসেল আহত হন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার খবর ছড়িয়ে পড়লে সন্ত্রাসীদের বিচার দাবিতে বাজার ও বাসস্ট্যান্ডের দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ী ও শ্রমিকরা টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিহাতী বাসস্ট্যান্ডে অবস্থান নেন। ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন। তারা টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিহাতী বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। অবরোধে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ঘাটাইল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। সমাবেশে বক্তরা হাসান ইমাম খান সোহেল হাজারীকে শান্তবাহিনীর মদদদাতা বলে অভিহিত করে তাকে কালিহাতীতে অবাঞ্ছিত ঘোষণা করেন। তারা কালিহাতী থানার পরিদর্শক (ওসি) মীর মোশারফ হোসেন ও সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসানকে প্রত্যাহারের দাবি জানান। বিক্ষোভ সমাবেশে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মনিরুল ইসলাম দোষীদের শাস্তির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মুছা. শাহীনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল মজিদ তোতা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির। নেতারা তাদের বক্তৃতায় পুলিশের গাফিলতির বর্ণনা দেন।

সর্বশেষ খবর