বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে হোটেলে মরা মুরগি, জরিমানা

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রাম নগরের মুরাদপুরের হোটেল জামানে রান্নার জন্য আনা মরা মুরগি জব্দ করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার শিরীন আক্তার।

গতকাল দুপুরে ভোক্তাদের সঙ্গে প্রতারণার বিষয়টি ধরা পড়ে তার চোখে। এ অপরাধে হোটেলটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খবর বাংলানিউজ।

তিনি বলেন, দোকানের কর্মকর্তা-কর্মচারীরা স্বীকার করেছেন কম দামে কিনে বেশি দামে বিক্রির জন্য মরা মুরগি সংগ্রহ করা হয়েছে। মুরগিগুলোর মাংসের রং একেবারে সাদা হয়ে গেছে। আরেকটু হলে পচন ধরত। হোটেলটির রান্নাঘরের পরিবেশও অত্যন্ত নোংরা। অভিযানের সময় হোটেলের একজন ক্রেতা বলেন, একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন খামার, মুরগি পরিবহনের গাড়ি ও দোকান থেকে মরা মুরগি সংগ্রহ করে চিহ্নিত কিছু হোটেলে কম দামে সরবরাহ করে আসছে এমন অভিযোগ ছিল। ফেসবুকে এ ধরনের ছবিও দেখেছি। কিন্তু জামান হোটেলে সেই মরা মুরগি আনা হয়েছে ক্রেতাদের কাছে বিক্রির জন্য এটা দেখে অত্যন্ত বিস্মিত হয়েছি।

শিরীন আক্তার জানান, অভিযানকালে পাশের মক্কা হোটেলে নিজেদের তৈরি দইয়ের কৌটায় উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর