বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

হলমার্ক চেয়ারম্যান জেসমিনের তিন বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদের হিসাব দাখিল না করার মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর সাংবাদিকদের জানান, হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির মামলায় ২১ মাস কারাবন্দী জেসমিনকে এ মামলার রায়ের জন্য গতকাল আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতেই বিচারক রায় ঘোষণা করেন। পরে জেসমিনকে সাজা পরোয়ানা দিয়ে আবার কারাগারে পাঠানো হয়। জেসমিনের আইনজীবী মো. রেজাউল করিম সরকার ও দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, সাক্ষীরা আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় আসামির সাজা হয়েছে। এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন। মামলাসূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৩ নভেম্বর দুদক সম্পদবিবরণী দাখিল করতে জেসমিন ইসলামকে নোটিস দেয়। নোটিসে বলা হয়, জেসমিনের নিজের ও তার ওপর নির্ভরশীলদের নামে-বেনামে অর্জিত যাবতীয় সম্পত্তি, দায়দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিবরণী দুর্নীতি দমন কমিশনে সাত দিনের মধ্যে সচিব বরাবর দাখিল করার নির্দেশ প্রদান করা হয়। পরে তিনি ২৪ নভেম্বর তিন মাসের সময় বৃদ্ধির আবেদন করেন। সাত দিন সময় বাড়ানো হলেও নির্ধারিত ৪ ডিসেম্বরের মধ্যে তিনি সম্পদবিবরণী জমা দেননি। এ অভিযোগে ১১ ডিসেম্বর রমনা মডেল থানায় জেসমিন ইসলামের বিরুদ্ধে মামলা করে দুদক।

 

সর্বশেষ খবর