বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮ ০০:০০ টা
চীনের পথে পথে - ৫

আকাশছোঁয়া যত বহুতল ভবন

জিন্নাতুন নূর, চীন থেকে ফিরে

পৃথিবীতে সবচেয়ে উঁচু ও আকাশছোঁয়া বহুতল ভবন তৈরির দিক থেকেও এগিয়ে আছে চীন। বেইজিং তো বটেই সাংহাইতেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আকাশচুম্বী সব দৃষ্টিনন্দন দালান। এই দালানকোঠার মধ্যে কিছু এতই উঁচু যে বৃষ্টি হলে মেঘ যখন নিচে নেমে আসে তখন দালানগুলোর ওপরের  অংশ মেঘে ঢাকা পড়ে। শুধু অফিস, ব্যবসাপ্রতিষ্ঠানই নয়, চীনের আবাসিক দালানকোঠাগুলোর কোনো কোনোটি ৫০ তলার ওপরে! যুক্তরাষ্ট্র ও জাপানে যেখানে আকাশছোঁয়া উঁচু দালানের সংখ্যা পর্যায়ক্রমে ৭০০ ও ২৩০, সেখানে চীনে আকাশছোঁয়া ভবন আছে ১ হাজার ৪০০টি, যেগুলো গড়ে ১৫০ মিটারের বেশি উঁচু।

সম্প্রতি চীন সফরে সবচেয়ে দৃষ্টিনন্দন ও আকাশছোঁয়া ভবন ‘সাংহাই সেন্টার টাওয়ার’ সরেজমিন ঘুরে দেখার সুযোগ হয়। ব্যস্ততম শহর সাংহাইয়ের প্রাণকেন্দ্রে সাংহাই টাওয়ার অবস্থিত। এর দৈর্ঘ্য ৬৩২ মিটার (২ হাজার ৭৩ ফিট)। ১২৮ তলাবিশিষ্ট ভবনটির উঁচুতে উঠতে যে লিফট ব্যবহার করা হয়, তার গতিও বিস্ময়কর। প্রতি সেকেন্ডে লিফটটি সাড়ে ২০ মিটার গতিতে চলে। চীনে প্রথম হলেও উচ্চতায় সাংহাই টাওয়ার বিশ্বের দ্বিতীয় আকাশছোয়া ভবন। এর ওপরে অবস্থিত অবজারভেশন ডেকে গিয়ে দর্শনার্থীরা পুরো সাংহাই শহর দেখার সুযোগ পান। এ ছাড়া এ টাওয়ারে আরও আছে থ্রিডি প্রযুক্তির মনোমুগ্ধকর প্রদর্শনী। সাংহাই টাওয়ার দেখতে চীনা দর্শনার্থী ছাড়াও অন্যান্য দেশ থেকে আগত দর্শনার্থীরও প্রচুর ভিড় জমে। উঁচু এই ভবনে ওঠার আগে যাত্রীদের প্রত্যেকের আলাদা করে অভিজ্ঞ ফটোগ্রাফার দিয়ে ছবি তোলা হয়। দর্শনার্থীরা চাইলে সাংহাই টাওয়ারের পোস্টকার্ডসংবলিত সেই ছবি সুন্দর স্মৃতি হিসেবে ওপরের অবজারভেশন টাওয়ার থেকে সংগ্রহ করতে পারবেন। সাংহাই টাওয়ারে চীনের এক ভ্রমণ গাইড জেমস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সাংহাইয়ের অন্য উঁচু দালানকোঠাগুলোর টাইফুনের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলেও সাংহাই টাওয়ারের ক্ষতির আশঙ্কা নেই। কারণ এর স্থাপত্যনকশা এমনভাবে তৈরি যে টাইফুনের মতো শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগেও এর ক্ষতির আশঙ্কা কম।’ সাংহাইয়ের আরেকটি উঁচু দালানের মধ্যে আছে সাংহাই ওয়ার্ল্ড ফিন্যানশিয়াল সেন্টার। সাংহাই ছাড়াও চীনের বেইজিংয়েও উঁচু দালানের তালিকা কম নয়। সেখানে উঁচু দালানের উচ্চতা গড়ে কমপক্ষে ১২০ মিটার। আর এগুলোর নকশাও নজরকাড়া। এর মধ্যে আছে চায়না ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টাওয়ার; ৭৪ তলা ভবনটির উচ্চতা ৩৩০ মিটার। পার্ক টাওয়ার; ৬৩ তলাবিশিষ্ট ভবনটির উচ্চতা ২৫০ মিটার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর