শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা
চীনের পথে পথে - শেষ

ফেসবুক গুগলের বদলে উইচ্যাট বাইদু

জিন্নাতুন নূর, চীন থেকে ফিরে

চীনে দৈনিক প্রায় ১০০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। কিন্তু তারা বিশ্বের অন্যান্য দেশের মতো গুগল সার্চ ইঞ্জিন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারসহ প্রভৃতি জনপ্রিয় অ্যাপস ব্যবহার করে না। কারণ চীনে গুগল, জি-মেইল, টুইটার, উইচ্যাট ও ভাইবারের মতো জনপ্রিয় অ্যাপসগুলো রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে রাখা হয়েছে। ইন্টারনেট ব্যবহারের জন্য চীনে তৈরি অ্যাপস ছাড়া চীনারা অন্য কোনো অ্যাপস ব্যবহার করে না। চীনা নাগরিকরা অবশ্য ইংরেজি ভাষায় নিজেদের অজ্ঞতাকেই এর পেছনে অন্যতম কারণ বলে মনে করেন। চীনারা শুধু পরিচিতজনদের সঙ্গে কথার আদান-প্রদান, ছবি দেওয়া-নেওয়া, ভিডিও কল, ভয়েস কল, কোনো বিষয়ে তথ্য সংগ্রহের জন্য বা অনলাইন ভিডিও চ্যানেল দেখার জন্যই ইন্টারনেট ব্যবহার করে না। তারা অ্যাপস ব্যবহার করে বিভিন্ন কোম্পানির সাইকেল ব্যবহার, রেস্টুরেন্টের কাউন্টারে দাঁড়িয়ে অনলাইনে খাবার অর্ডার এবং মোবাইল স্ক্যানিং করে বিল দেওয়ার জন্যও ইন্টারনেট ব্যবহার করে। চীনের ব্যস্ততম দুই শহর বেইজিং ও সাংহাইয়ের পথে পথে দেখা যায় যে, সড়কে বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার মানুষের প্রায় সবার হাতেই স্মার্ট মোবাইল ফোন। ইন্টারনেটের মায়াজালে তারা এতটাই বুঁদ হয়ে আছে যে, পথে হাঁটতে হাঁটতে, এমনকি ব্যস্ত সড়কেও গাড়ি চালাতে চালাতেও ইন্টারনেটের সাহায্যে প্রয়োজনীয় কাজ সারছে। কয়েকজন ইংরেজিভাষী চীনা ভ্রমণ গাইডের সঙ্গে আলাপ হলে তারা বাংলাদেশ প্রতিদিনকে জানান, নিজেদের মধ্যে আড্ডা, ভয়েস মেসেজ, ছবি ও ভিডিও শেয়ারের জন্য তারা ‘উইচ্যাট’ নামক অ্যাপস ব্যবহার করেন। উইচ্যাট হচ্ছে চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের একটি। যা ফেসবুকের বিকল্প হিসেবে চীনা নাগরিকরা ব্যবহার করেন। এমনকি উইচ্যাট পেমেন্ট সার্ভিসের মাধ্যমে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ইলেকট্রিসিটি বিল প্রদান, ট্র্যাফিকবিষয়ক সার্ভিসও পাচ্ছেন। আর চীনে রাষ্ট্রীয়ভাবে গুগল সার্চ ইঞ্জিন বন্ধ হওয়ায় এর বিকল্প হিসেবে চীনারা ‘বাইদু’ নামক চীনা ভাষার সার্চ ইঞ্জিন ব্যবহার করেন। এটি চীনের জনপ্রিয় সাইটগুলোর একটি। এতে আছে অডিও, ভিডিও, ইমেজ, সার্চ ইঞ্জিন, ম্যাপ টুলস, ক্লাউড স্টোরেজ, নিউজ, পোস্টবার, এমপি-থ্রি, বাইদু এনসাইক্লোপিডিয়া ও গেমস ইত্যাদি। এ ছাড়া চীনে ইউটিউবও রাষ্ট্রীয়ভাবে বন্ধ থাকায় এর বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে ‘ইউকু’। এটি চীনের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট। এতে পূর্ণদৈর্ঘ্য ভিডিও আপলোড করা যায়। উইকিপিডিয়া সূত্রে জানা যায়, এর রয়েছে ৫০০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী এবং এর দৈনিক দর্শকের সংখ্যা ৮০০ মিলিয়ন। বর্তমানে চীনের টেলিযোগাযোগব্যবস্থা এত আধুনিক পর্যায়ে পৌঁছেছে যে, চীনের সরকার বিশাল দেশটির প্রত্যন্ত এলাকাগুলোতেও ফোর জি ইন্টারনেট মোবাইল সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। ভাবলেই অবাক লাগে যে, গোটা বিশ্ববাসী যেখানে ইন্টারনেটের মাধ্যমে গুগল, ফেসবুক ইত্যাদি জনপ্রিয় মাধ্যমের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ সহজ করে তুলছে সেখানে চীনই একমাত্র জাতি, যারা বিনোদন ও যোগাযোগের জন্য নিজস্ব সার্চ ইঞ্জিন ও সামাজিক যোগাযোগ অ্যাপস তৈরি করেছে।

সর্বশেষ খবর