শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

সূর্যের রহস্যময় বলয়

নাটোর প্রতিনিধি

সূর্যের রহস্যময় বলয়

মেঘে ঢাকা আকাশ, আর সেই আকাশের দিকে তাকাতেই দেখা যায় সূর্যের চারপাশে অভাবনীয় সুন্দর আলোর বলয়। গতকাল বেলা ১১টার দিকে এ বলয় ১০ সেকেন্ড স্থায়ী থাকার পর ধীরে ধীরে মিলিয়ে যায়।

বিরল এ দৃশ্য অতি অল্প সময় থাকার কারণে সবার নজরে পড়েনি। যারা দেখেছেন তারা অভিভূত হয়েছেন। মোবাইল ফোনে ছবি তুলেছেন। এ ব্যাপারে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক নাইদ শেখ তারমি বলেন, ‘হালকা মেঘে ঢাকা আকাশের দিকে তাকাতেই এমন দৃশ্য চোখে পড়ল। অনেকেই একে বললেন রংধনু।’ বনপাড়া ডিগ্রি কলেজের অধ্যাপক লুত্ফর রহমান বলেন, ‘মূলত সূর্যগ্রহণের সময় পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করে। এ সময় সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদের অবস্থানের কারণে সাময়িকভাবে ঢাকা পড়ে যায় সূর্য। আর তখন এমন আলোর বলয় তৈরি হয়। তবে এ বলয়টি সূর্যকে মেঘে ঢেকে ফেলায় রংধনুর মতোই রঙিন হয়ে দেখা দিয়েছে, যা অতি সুন্দর নান্দনিক দৃশ্যে পরিণত হয়েছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর