শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া জয়ের পর বাংলাদেশ নারী ক্রিকেট দল টি-২০ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল। গতকাল নেদারল্যান্ডসে অনুষ্ঠিত বাছাই পর্বে সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারায় বাংলাদেশ। ফাইনালে ওঠার সুবাদে বাংলাদেশের বিশ্বকাপও নিশ্চিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে সালমারা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান সংগ্রহ করেন। নিগার সুলতানা সর্বোচ্চ ৩১, শামিমা খাতুন ২২, আয়শা রহমান ২০, সানজিদা ইসলাম উল্লেখ করার মতো ১৯ রান তোলেন। প্রিয়নাথ ১৭ রানে ২ উইকেট পান।

১২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই চাপে ছিল স্কটিসরা। ৮ রানের মাথায়  প্রথম উইকেটের পতন হলেও সারা ও ক্যাথরিন ৪৩ রানের জুটি গড়েন। তবু ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ৭৬ রানে থেমে যায়। সারা ৩১, ক্যাথরিন উল্লেখ করার মতো ২১ রান সংগ্রহ করেন। রুমানা ১০, নাহিদা ১৬ রানে দুটি করে উইকেট ভাগাভাগি করেন। আগেই সেমি ফাইনাল জিতে বিশ্বকাপ নিশ্চিত করে রেখেছিল আয়ারল্যান্ড। আগামীকাল বাংলাদেশ ও আয়ারল্যান্ড ফাইনালে মুখোমুখি হবে। এ নিয়ে টানা তিনবার বাংলাদেশের মেয়েরা টি-২০ বিশ্বকাপ খেলবে।

সর্বশেষ খবর