সোমবার, ১৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

মুগ্ধতা ছড়ানো গুজরাটি সন্ধ্যা

সাংস্কৃতিক প্রতিবেদক

মুগ্ধতা ছড়ানো গুজরাটি সন্ধ্যা

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গতকাল সন্ধ্যায় জমেছিল গুজরাটি গান ও নাচের আসর। এর আয়োজক ছিল ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। নৃত্যের আসরে অংশ নেয় গুজরাটের যমুনাঘরের পুলিশ রাস মণ্ডল দলের ১২ সদস্য। রাস নৃত্য ও গর্বা নৃত্যের পর বাহারি পোশাকের সঙ্গে লাঠি আর পায়ের ছন্দে হৃদয় কাড়া ডান্ডিয়া নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। হলভর্তি দর্শক এ সন্ধ্যা উপভোগ করেন।

জীর্ণতায় সুন্দর : ৪০ জন শিল্পীর  শিল্পকর্ম নিয়ে শিল্পকলা একাডেমির চিত্রশালার গ্যালারি ৬-এ শুরু হয়েছে ‘জীর্ণতায় সুন্দর’ শীর্ষক প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় একাডেমির চিত্রশালা মিলনায়তনে সাত দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান আলপ্তগীন তুষার প্রমুখ। গৃহস্থালী বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন পর্ষদ ও বিউটি ‘ইন রিকেজ আর্টিস্ট বোর্ড’-এর যৌথ আয়োজনে এ প্রদর্শনীর সহযোগিতায় রয়েছে শিল্পকলা একাডেমি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী।

সর্বশেষ খবর