সোমবার, ১৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বরিশালে অভিযোগ পাল্টা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আওয়ামী লীগ প্রার্থী সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে আসছিলেন বিএনপির সমর্থকরা। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও দাখিল করা হয়েছে। কিন্তু গতকাল পাল্টা অভিযোগ দাখিল হয়েছে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের স্ত্রী নাসিমা সরোয়ারের নামে। বরিশাল সিটি করপোরশেন নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই পাল্টাপাল্টি অভিযোগ করা হচ্ছে। গতকাল বিএনপির মেয়র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহ। এতে বলা হয়েছে, বিএনপির মেয়র প্রার্থীর সহধর্মিণী নাসিমা সরোয়ার সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। এ অভিযোগ লিখিতভাবে দাখিল করা হয়েছে নির্বাচন কমিশনে। সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করার সময় সাংবাদিকদের কাছে এ কথা জানান সাদিক আবদুল্লাহ। এ সময় সাদিক আরও বলেন, নৌকা প্রতীকের পক্ষে বরিশালে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ৩০ জুলাই জনগণকে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে— ‘যাকে দিয়ে নগরীর কাঙ্ক্ষিত উন্নয়ন হবে তাকে’ ভোট দেওয়ার জন্য নগরবাসীর প্রতি তিনি আহ্বান জানান। অন্যদিকে সকাল সাড়ে ১০টায় নগরীর পোর্ট রোড এবং কালীবাবুর খেয়াঘাট এলাকায় গণসংযোগ করে ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। গণসংযোগ করার সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহর অভিযোগ প্রসঙ্গে সরোয়ারের পাল্টা প্রশ্ন করে বলেন, ‘এটাও কি সম্ভব?’ তিনি বলেন, ক্ষমতাসীন দল সব সময় সরকারি এবং প্রশাসনিক সুযোগ-সুবিধা ভোগ করে। তারাই বরং বিএনপির নেতা-কর্মীদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তিনি তার সহধর্মিণীর বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। এদিকে মজিবর রহমান সরোয়ারের পক্ষে মাঠে নেমেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গতকাল তিনি বরিশাল সিটির কয়েকটি এলাকায় প্রচারণা চালান।

 প্রচারকালে বিভিন্ন প্রশ্নের জবাবে মজিবর রহমান সরোয়ার সাংবাদিকদের বলেন, ‘ধানের শীষের পক্ষে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ভালো লাগছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে। ৩০ জুলাই জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবে এবং তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় হবে।’ সাদিক ও সরোয়ার ছাড়াও জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, কমিউনিস্ট পার্টির অ্যাডভোকেট এ কে আজাদ, বাসদের ডা. মনিষা চক্রবর্তী এবং জাতীয় পার্টির বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী বশির আহম্মেদ ঝুনু গতকাল নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করে নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সর্বশেষ খবর