সোমবার, ১৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে ডাবল মার্ডার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর খুলশী থানাধীন আমবাগান ফ্লোরাপাস রোড এলাকায় নিজেদের বাসার পানির ট্যাংক থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর ১২ টায় স্থানীয়দের খবরে আমবাগান ফ্লোরাপাস রোডের মেহের মঞ্জিলের রিজার্ভ ট্যাংকে মা ও মেয়ের মরদেহ খুঁজে পায় পুলিশ। লাশের সুরতহাল শেষে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি। নিহতরা হলেন— চাঁদপুর জেলার মতলব পুরানবাজার এলাকার ফজলুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৯৭) ও তার মেয়ে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহ মেহেরুন নেসা বেগম (৬৭)। মেহেরুন নেসা রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিলেন। কয়েক বছর আগে অবসরে গেলেও তিনি ছিলেন অবিবাহিত। স্বজনদেরও দাবি—এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। মেহেরুন নেসার ভাগিনা বেলাল উদ্দিন বলেন, ধারণা করছি খালাদের সম্পত্তি ও টাকা আত্মসাতের জন্য তাদের খুন করা হয়েছে।

খালা বলতেন, স্থানীয় প্রভাবশালীরা খুব বিরক্ত করছেন। জায়গাটা বিক্রি করে দেওয়ার কথাও প্রায় বলতেন তিনি। স্থানীয়দের সূত্রে জানা গেছে, মেহেরুন নেসার ছোট ভাই মাসুদ আমেরিকা থেকে সকালে বোনের মোবাইলে ফোন দিয়ে নম্বর বন্ধ পান। পরে এক প্রতিবেশীর সঙ্গে কথা বলে মাসুদ তার মা ও বোনের খোঁজ নিতে বলেন। প্রতিবেশী মাকসুদুর রহমান বাবুল সকাল সাড়ে ১০টায় খোঁজ নিতে গেলে বাইরে থেকে মেহের মঞ্জিলের গেট বন্ধ অবস্থায় দেখতে পান। পরে নির্মাণাধীন দ্বিতীয় তলা দিয়ে বাড়ির ভিতর গিয়ে জিনিসপত্র এলোমেলো ও আলমারি ভাঙা দেখতে পেয়ে বাবুল পুলিশকে খবর দেন। খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কুসুম দেওয়ান, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) হাসান মোহাম্মদ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আবদুল ওয়ারিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তারা ঘটনায় জড়িতদের খুঁজে বের করার আশ্বাস দেন স্বজনদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর