সোমবার, ১৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

জেলখানায় কেমন কাটছে নওয়াজের

প্রতিদিন ডেস্ক

জেলখানায় কেমন কাটছে নওয়াজের

কোনো বিছানা নেই। এসি নেই। ওয়াশরুম হিসেবে যা আছে, তার অবস্থা শোচনীয়। এমনই এক পরিবেশে রাওয়ালপিন্ডিতে আদিয়ালা জেলে কাটছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দিন রাত। তার আইনজীবীরা দাবি করছেন, সাবেক এই প্রধানমন্ত্রীকে শয্যা বেড হিসেবে দেওয়া হয়েছে একটি তোষক। আর আছে একটি ওয়াশরুম। নওয়াজ শরিফের ছেলে হুসেইন নওয়াজ গতকাল বাবা এবং বোন মরিয়ম নওয়াজের সঙ্গে জেলখানায় দেথা করেছেন। এরপর নিজের টুইটারে তিনি লিখেছেন, ‘বাবাকে যে চরম নোংরা বাথরুম ব্যবহার করতে দেওয়া হয়েছে তা সম্ভবত বছরের পর বছর পরিষ্কার করা হয়নি।’ মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ে নওয়াজ শরিফের জীবন যেন পুরোপুরি উল্টো হয়ে গেছে। শুক্রবার তিনি লন্ডনের সবচেয়ে অভিজাত এলাকার আবাসিক ভবন ছেড়ে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করেন। তারপর তার ঠিকানা হয় রাওয়ালপিন্ডির ওই জেলের ছোট একটি সেল। লন্ডনে কেনা বিলাসবহুল চারটি ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেওয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ার দায়ে ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত। মেয়ে মরিয়মকে দেওয়া হয় ৭ বছরের কারাদণ্ড। মরিয়মের স্বামী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুহাম্মদ সফদরকেও আদালত এক বছরের সাজা দিয়েছে।

কারা কর্মকর্তাদের উদ্ধৃত করে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজের খবরে বলা হয়েছে, উপনিবেশিক যুগের মতো করে পাকিস্তানের পাঞ্জাবে আর কারাবন্দীদের জন্য ‘এ’, ‘বি’ আর ‘সি’ ক্যাটাগরি নেই। কয়েক বছর আগে লাহোর হাইকোর্টের নির্দেশনায় পাঞ্জাবের কারাবিধি পরিবর্তিত হয়। তখন থেকে বন্দীদের ‘অর্ডিনারি ক্যাটাগরি’ ও ‘বেটার ক্যাটাগরি’ নামের দুটি ভাগে বিভক্ত করে সুবিধা দেওয়া শুরু হয়। নতুন ক্যাটাগরিতে একজন সাবেক সংসদ সদস্য হিসেবে আবেদনের মধ্য দিয়ে ‘বেটার ক্যাটাগরি’র বন্দীর মর্যাদা পেয়েছেন নওয়াজ। এই ক্যাটাগরির বন্দী হিসেবে একটি টেলিভিশন-বিছানা আর ফ্যান পাওয়ার কথা নওয়াজের। তবে সাক্ষাৎ শেষে ফিরে টুইটার বার্তায় হুসেইন নওয়াজ লেখেন, নওয়াজকে শোওয়ার জন্য একটি খাটও দেওয়া হয়নি। নওয়াজের পরিবারের বিরুদ্ধে এখনো আল আজিজিয়া স্টিল ও হিল মেটাল সংক্রান্ত মামলা, ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট লিমিটেডে বিনিয়োগ সংক্রান্ত মামলাসহ আরও কয়েকটি দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে।

সর্বশেষ খবর