বুধবার, ১৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

কাল অপরাজেয় বাংলায় শিক্ষকদের সংহতি সমাবেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী শিক্ষকবৃন্দ অভিযোগ করেছেন, রবিবার শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার জন্য শহীদ মিনারে হামলার ক্ষেত্র প্রস্তুত করে দেওয়া হয়েছিল।  শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষকদের সংহতি সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া আগামী ২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের বটতলায় নিপীড়নবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানানো হয়েছে। শিক্ষক লাঞ্ছনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি চিঠিও দেওয়া হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল            হক, সহযোগী অধ্যাপক আবদুর রাজ্জাক খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজীমউদ্দিন খান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুত্ফা, অর্থনীতি বিভাগের শিক্ষক রুশাদ ফরিদী প্রমুখ। লিখিত বক্তব্যে সামিনা লুত্ফা বলেন, সেদিন সাধারণ শিক্ষার্থীদের সমাবেশে কয়েকজন শিক্ষক সংহতি জানাতে যান। কিন্তু ছাত্রলীগের সদস্যরা সেই সমাবেশ পণ্ড করতে নানা অসভ্য উপায় গ্রহণ করে। তারা শিক্ষার্থীদের সমাবেশের কাছে এসে পাল্টা মাইক জুড়ে দেয়। শিক্ষকদের নিয়ে কটূক্তি করে এবং কোনো যোগসূত্র ছাড়াই জামায়াত-শিবিরের দোসর বলে আখ্যা দেয়। তারা সমাবেশ ঘিরে হইচই করতে থাকে, মিছিলে হামলা করে প্রায় ১০-১২ জন শিক্ষার্থীকে মারধর করে এবং কয়েকজন শিক্ষকের ওপর চড়াও হয়ে লাঞ্ছনা করে। লিখিত বক্তব্যে বলা হয়, শিক্ষকদের লাঞ্ছনার বিষয়টি অত্যন্ত আপত্তিকর। এ রকম একটি পরিস্থিতিতে সেই সমাবেশস্থলে প্রক্টরিয়াল বডির কেউ উপস্থিত ছিলেন না, পুলিশ বাহিনীর কেউ ছিলেন না। এভাবে নিপীড়নের জন্য একটি ক্ষেত্র প্রস্তুত করে দেওয়া হয়েছিল।

সর্বশেষ খবর