বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

হজ নিয়ে ঝামেলার শেষ নেই

রিপ্লেসমেন্ট না হলে ৭ হাজার কোটা খালি থাকার আশঙ্কা

মোস্তফা কাজল

হজযাত্রায় বিমানের প্রায় ১০ হাজার টিকিট এখনো বিক্রি হয়নি। এবারও অসুস্থতাসহ বিভিন্ন কারণে অনেকে হজে যেতে পারছেন না। সেসব কারণে বিমানের টিকিট অবিক্রীত রয়ে গেছে। অনেকে বলছেন, রিপ্লেসমেন্টের সুযোগ না দিলে সাত হাজার কোটা খালি থাকার আশঙ্কা রয়েছে। তবে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে রিপ্লেসমেন্টের কোনো সুযোগ নেই। রিপ্লেসমেন্টের বিষয়ে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, হজ এজেন্সিগুলো ভুয়া যাত্রী বানিয়ে রেজিস্ট্রেশন করেছে। এখন তাদের বিপরীতে রিপ্লেসমেন্ট চাচ্ছে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ করবেন। এর মধ্যে বাংলাদেশ বিমান ১৮৭টি ফ্লাইটে ৬৪ হাজার ৯৬৭ জন হজযাত্রী পরিবহন করবে এবং সাউদিয়া এয়ারলাইন্স ৬১ হাজার ৮৩১ জন হজযাত্রী পরিবহন করবে। নিয়মানুযায়ী হজযাত্রীদের আগে বিমানের টিকিট কাটতে হবে। এরপর ভিসার জন্য আবেদন করা যাবে। বিমান জানায়, এখনো পর্যন্ত ১০ হাজার ১৯১ জন হজযাত্রীর অনুকূলে টিকিট কাটার প্রক্রিয়া শুরু করেনি ১৫৯ এজেন্সি। এ কারণে গত তিন

দিনে ধর্ম মন্ত্রণালয়ে তিন দফায় ১৫৯ এজেন্সিকে তলব করা হয়। এসব এজেন্সি ধর্ম মন্ত্রণালয়ের শুনানিতে উপস্থিত হয়। এ সময় এজেন্সি মালিকেরা জানান, তারা বিমান টিকিটের জন্য পে-অর্ডার ইস্যু করেছেন। তবে ব্যাংক থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র বিমানকে সরবরাহ করা হয়নি। জানতে চাইলে ধর্মসচিব আনিছুর রহমান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিমানের প্রায় ১০ হাজার টিকিট এখনো অবিক্রীত রয়ে গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে এজেন্সি মালিকদের টিকিট কাটতে হবে। হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া বলেন, রিপ্লেসমেন্টের সুযোগ না দিলে পাঁচ থেকে সাত হাজার হজযাত্রীর কোটা পূরণ হবে না। এসব বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হজ) মো. হাফিজ উদ্দিন বলেন, রিপ্লেসমেন্ট নিয়ে আগে কোনো নীতিমালা ছিল না। এবার নীতিমালা করা হয়েছে, যা মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। সে অনুযায়ী আগেই চার শতাংশ রিপ্লেসমেন্ট করার সুযোগ দেওয়া হয়েছে। নাম রেজিস্ট্রেশন করা হজযাত্রীর মৃত্যু অথবা গুরুতর অসুস্থতার কারণে এ সুযোগ দেওয়া হয়েছে। এখন নতুন করে রিপ্লেসমেন্ট করা জটিল ও কঠিন। নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই বললেই চলে। এদিকে গতকাল পর্যন্ত ৬৫ হাজার হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। গতকাল পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ২৭ হাজার হজযাত্রী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর