শুক্রবার, ২০ জুলাই, ২০১৮ ০০:০০ টা
প্রধানমন্ত্রীকে সংবর্ধনা

রূপগঞ্জ আওয়ামী লীগের প্রস্তুতি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে গণসংবর্ধনা দেওয়া হবে তা সফল করে তোলার জন্য বিরাট প্রস্তুতি নিয়েছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। এই উপলক্ষে সংগঠনটি বৃহস্পতিবার দিনভর শিমুলিয়া এলাকার পূর্বাচল উপশহর রাজউক ভবন সংলগ্ন মাঠে সভা করে। সভায় প্রায় ৫০ হাজার নেতা-কর্মীর সমাবেশ ঘটে। সভা শেষে হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুইয়া। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মো. আবদুল হাই, বিশেষ অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীরউত্তম, সংসদ সদস্য হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত মো. শহিদ বাদল, কায়েতপাড়া ইউনিয়ন ও রংধনু গ্রুপের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম রফিক। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। তারা প্রধানমন্ত্রীর গণসংবর্ধনায় রূপগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হওয়ার অঙ্গীকার ঘোষণা করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এম এ রাসেল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল বাশার টুকু, মেজর (অব.) মশিহুর রহমান বাবুল, বঙ্গবন্ধু মহিলা পরিষদের সভাপতি ডা. খালেদা খানম, ব্যারিস্টার খান মো. শামিম আজিজ, তারাব পৌরসভার সাবেক মেয়র মো. মাহবুবুর রহমান খান মাহবুব, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, দাউদপুর ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, এনামুল হক ভুইয়া, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু, আবদুল আজিজ, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান সজীব, মাসুম চৌধুরী অপু। বক্তৃতা করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলিমদ্দিন মিয়া, আওয়ামী লীগ নেতা হাজী তরিকুল ইসলাম মোগল, ছাত্রলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, তারাব পৌর যুবলীগের সভাপতি আবদুল আউয়াল, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল আউয়াল, কায়েতপাড়া ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, আবদুল মতিন, মাসুম মিয়া, কায়েতপাড়া যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নবী হোসেন নবী, এম এ বাতেন, কাইয়ুম বঙ্গবাসী, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মনির হোসেন, এজি এস সোহেব আহমেদ সোহাগ, আলতাফ হোসেন, আবদুল জব্বার মেম্বার, ছাত্রলীগ নেতা লুত্ফর রহমান মুন্না, ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম খোকন, যুবলীগ নেতা মাসুম মিয়া, যুবলীগ নেতা নবী হোসেন, আবদুল কাইয়ুম, কামাল হোসেন, মহিলা নেত্রী ইয়াসমিন, ময়না আক্তার, স্বপ্না আক্তার, পারুল বেগম, মায়া বেগম, মিনা আক্তার প্রমুখ। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সংসদ সদস্য ও কণ্ঠ শিল্পী মমতাজ, কণা, সালমা, ইমরান ও চিত্র নায়িকা অপু বিশ্বাস।

সর্বশেষ খবর