শুক্রবার, ২০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

চবিতে শিক্ষক শিক্ষার্থীর মানববন্ধনে ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনা এবং হুমকির প্রতিবাদে মানববন্ধন করার সময় শিক্ষক ও শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, সমাজতত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাহিদুল ইসলাম এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আর রাজীকে ছাত্রলীগ কর্তৃক ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, চাকরিচ্যুতির দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এর প্রতিবাদে ‘সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে গতকাল শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করেন। এক পর্যায়ে ছাত্রলীগের একটি গ্রুপ এসে মানববন্ধনকারীদের ব্যানার কেড়ে নেয়। তারপর তারা অংশগ্রহণকারীদের বেধড়ক মারপিট করে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ ১০-১২জন আহত হন।

সর্বশেষ খবর