রবিবার, ২২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

যুবলীগের বর্ণাঢ্য শোডাউন

নিজস্ব প্রতিবেদক

যুবলীগের বর্ণাঢ্য শোডাউন

সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর সংবর্ধনায় যুবলীগ নেতা-কর্মরা —বাংলাদেশ প্রতিদিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে নামে মানুষের ঢল। আর এ সংবর্ধনাকে আরও দৃষ্টিনন্দন ও নান্দনিক করতে ডিসপ্লে দেখায় যুবলীগ। কখনো জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, কখনো দলীয় পতাকা, কখনো দুই হাত নেড়ে অভিবাদন। যা গণসংবর্ধনা অনুষ্ঠানের সবার দৃষ্টি কেড়েছে। যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নির্দেশনায় সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের এই দর্শনীয় ও নজরকাড়া ডিসপ্লেতে নেতৃত্ব দেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। মূল প্যান্ডেলের মাঝখানে দাঁড়িয়ে ইসমাইল চৌধুরী সম্রাট যে নির্দেশনা দেন, সংগঠনের নেতারা তা দেখিয়েছেন। প্যান্ডেলের ভিতরে সবার দৃষ্টি ছিল যুবলীগের নান্দনিক প্রদর্শনীতে। এদিকে, শুধু যুবলীগই নয়, অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপ্রত্যাশীরাও ব্যাপক শোডাউন করেছে। যুবলীগের পক্ষ থেকে তিনটি বুক স্টল রাখা হয়। বাংলা একাডেমি, টিএসসি এবং কালীমন্দিরের পাশে এ তিনটি স্টলে ৬ লাখ ৬৫ হাজার টাকার বই বিক্রি হয়। এর মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা বইটি সর্বাধিক বিক্রি হয়েছে বলে যুবলীগ চেয়ারম্যান জানিয়েছেন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জনগণের ভোটের রায়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আবার নির্বাচিত করা হবে সবচেয়ে বড় সংবর্ধনা। শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে বাংলাদেশের অর্জন অসংখ্য। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীতকরণ, মহাকাশ বিজয়, গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড এবং সম্মানসূচক ডি লিট ডিগ্রি অর্জন করায় আওয়ামী লীগের পক্ষ থেকে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। বিকাল ৩টায় মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা হাতে ব্যানার-ফেস্টুন, কারও হাতে জাতীয় পতাকা, মাথায় ক্যাপ নিয়ে বেলা ১টার মধ্যেই প্যান্ডেলের নিচে অবস্থান নেয়। যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের নেতা-কর্মীদের গায়ে ছিল সবুজ গেঞ্জি, সবুজ ক্যাপ, হাতে দলীয় পতাকা, দলীয় সভানেত্রীর এক ফুট আকারের ছবি ও সবুজ ফিতা। ঢাকঢোলের তালে তালে স্লোগান ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার।’ বিশেষ করে বেলা ৩টা ৩২ মিনিটে আওয়ামী লীগ সভানেত্রী যখন সভামঞ্চে আসেন, তখন যুবলীগের নান্দনিক শোডাউন ছিল দেখার মতো। প্যান্ডেলের ভিতরে উচ্চ শব্দে মাইকে বাজছে সরকারের উন্নয়নের কথা। এক একটি মিছিল উদ্যানে প্রবেশ করলেও বঙ্গবন্ধু, নৌকা ও শেখ হাসিনা ছাড়া কোনো স্লোগান ছিল না। এভাবে দলে দলে মানুষের ভিড়ে যেন জনসমুদ্রে পরিণত হয় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। যুবলীগ উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল এবং স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছারের নেতৃত্বে নেতা-কর্মীরা সবুজ ক্যাপ মাথায় দিয়ে এবং লাল-সবুজ গেঞ্জি পরে অবস্থান করেন।

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, সভাকে দর্শনীয় করতে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নির্দেশে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের ৩০ হাজার নেতা-কর্মী অংশ নেন।

সর্বশেষ খবর