সোমবার, ২৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

কোটা আন্দোলনকারীদের ওপর ফের হামলা

কাঁদলেন রাশেদের মা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

কোটা আন্দোলনকারীদের ওপর ফের হামলা

ছেলের মুক্তির জন্য গতকালও কাঁদেন কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদের মা — জয়ীতা রায়

কোটা সংস্কার আন্দোলনকারীদের পিছু নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকালে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মানববন্ধন শেষ করে যাওয়ার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের পিছু নিয়ে এই হামলা করে।

বেলা ৩টায় রাজু ভাস্কর্যে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচি ছিল। এতে আন্দোলনের নেতা        কারাবন্দি রাশেদের মাসহ দুই শতাধিক ছাত্রছাত্রী অংশ নেন। বক্তব্যের এক পর্যায়ে রাশেদের মা কান্নায় ভেঙে পড়েন। পাশেই ছাত্রলীগের কেন্দ্রীয় কয়েকজন নেতা দাঁড়িয়ে তাদের অনুসরণ করছিলেন। ৫টার দিকে আন্দোলনের যুগ্ম আহ্বায়ক বিন আমিন            মোল্লা বুধবার সারা দেশের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা         দিয়ে ওই দিনকার কর্মসূচি শেষ করেন। এ সময় আন্দোলনকারীরা যার যার মতো বিভিন্ন রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। ছাত্রলীগের কর্মীরা এ সময় তাদের টার্গেট করে পিছু নিয়ে এলিফ্যান্ট রোড ও  সোহরাওয়ার্দী উদ্যানে মারধর করে। এদের মধ্যে সিএনজিতে করে কোটা সংস্কার আন্দোলনের চারজন নেতা শাহবাগ মোড়ের দিকে রওনা হন। এ সময় ছাত্রলীগের সদ্য বিদায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান উজ্জ্বল, জহুরুল হক হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজাসহ অন্তত আটজন ছাত্রলীগের নেতা-কর্মী কয়েকটি বাইকে করে ওই সিএনজির পিছু নেন। এলিফ্যান্ট রোডে তারা সিএনজিটি আটকিয়ে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সোহরাব হাসান, রাতুল ও মিয়াজীকে মারধর করেন। পরে তারা তিনজনই পালিয়ে যান। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে কয়েকজন কোটা সংস্কার আন্দোলনকারীকে জিয়া হল শাখা ছাত্রলীগের পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম শান্তর নেতৃত্বে মারধর করা হয়। মারধরের অভিযোগের বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, ‘ছাত্রলীগের কেউ তাদের ধারে কাছে যায়নি। এটা সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট। তাদের ওপর কেউ কিছু করেনি। আন্দোলন জমানোর জন্য তারা এমন বলছে।’

সর্বশেষ খবর