শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

রেলের ঈদের টিকিট ৮ আগস্ট থেকে

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৮ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ১২ আগস্ট পর্যন্ত। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ আগস্ট। ১৯ আগস্ট পর্যন্ত টিকিট বিক্রি চলবে।

গতকাল রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে আগামী ২২ আগস্ট ঈদুল আজহার তারিখ ধরে ট্রেনের টিকিট বিক্রির ঘোষণা দেওয়া হয়। মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ঈদে বাড়ি গমনেচ্ছু যাত্রীদের জন্য ৮, ৯, ১০, ১১ ও ১২ আগস্ট বিক্রি হবে যথাক্রমে ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ আগস্টের টিকিট। আর ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট বিক্রি হবে যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭ ও ২৮ আগস্টের ফিরতি টিকিট।

মন্ত্রী জানান, কোরবানির ঈদের আগে চার দিন বিভিন্ন গন্তব্যে নয় জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। ঈদের পর আরও সাত দিন এসব বিশেষ ট্রেন চলবে। প্রতিবারের মতো এবারও একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ঈদ উপলক্ষে বাড়তি কোচ সংযোজন ও লোকোমোটিভ সরবরাহ করা হবে। টিকিট কালোবাজারী প্রতিরোধে সার্বক্ষণিক তৎপর থাকবে কর্তৃপক্ষ।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক আমজাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর