মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮ ০০:০০ টা
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

খালেদার আপিল নিষ্পত্তির সময় বৃদ্ধি প্রশ্নে আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া পাঁচ বছর সাজার বিরুদ্ধে তার করা আপিল নিষ্পত্তিতে বেঁধে দেওয়া সময় বৃদ্ধির আবেদনের শুনানি শেষ হয়েছে। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য আজ দিন ধার্য করেছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন। এদিকে এই মামলায় পাঁচ বছরের সাজার বিরুদ্ধে হাই কোর্টে খালেদা জিয়ার করা আপিল শুনানিও অব্যাহত রয়েছে। এ ছাড়া কুমিল্লার চৌদ্দগ্রামে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় জামিন প্রশ্নে রুল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য কাল বুধবার দিন ঠিক করেছে হাই কোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানি শেষ করতে হাই কোর্টকে ৩১ জুলাই সময় বেঁধে দেয় আপিল বিভাগ। কিন্তু এ সময়ের মধ্যে শুনানি শেষ করা সম্ভব না হওয়ায় আপিল বিভাগে একটি রিভিউ আবেদন দায়ের করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত ওই আবেদনের শুনানি ৩১ জুলাই পর্যন্ত স্ট্যান্ড ওভার রাখে। তবে ৩১ জুলাইর মধ্যে হাই কোর্টে আপিল নিষ্পত্তি না হলে পরে সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। এর পরিপ্রেক্ষিতে নিয়ম অনুসারে গত বৃহস্পতিবার চেম্বার আদালতে আবেদন জানানো হয়। পরে চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য ২৯ জুলাই দিন নির্ধারণ করে দেয়। তবে ওইদিন তা কার্যতালিকায় না আসায় শুনানির আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

সাজার বিরুদ্ধে আপিল শুনানি চলছে : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল শুনানি অব্যাহত রয়েছে। গতকাল ১১তম দিনের মতো শুনানি শেষে আজ পর্যন্ত মুলতবি করেছে বিচারপতি ইম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ। গত ১২ জুলাই এই আপিলের শুনানি শুরু হয়েছে। গতকাল খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজ্জাক খান ও এ জে মোহাম্মদ আলী শুনানি করেন। এ সময় খালেদা জিয়ার পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন, এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, কায়সার কামাল, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও মাসুদ রানা উপস্থিত ছিলেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। গত ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান মামলাটিতে খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেয় আদালত। রায় ঘোষণার দিন থেকেই কারাগারে রয়েছেন খালেদা জিয়া। পরে এই মামলায় হাই কোর্টের দেওয়া জামিন আপিল বিভাগে বহাল থাকলেও অন্য মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তার কারামুক্তি মিলছে না।

কুমিল্লায় হত্যা মামলায় জামিন প্রশ্নে আদেশ কাল : কুমিল্লার চৌদ্দগ্রামে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় জামিন প্রশ্নে রুল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল বুধবার দিন ঠিক করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ঠিক করে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সর্বশেষ খবর