বুধবার, ১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বিদেশে নির্যাতিত নারী শ্রমিকদের তালিকা দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কতজন কর্মী গেছেন, কতজন ফিরে এসেছেন এবং কতজন শারীরিক ও  যৌন হয়রানির শিকার হয়েছেন, সে বিষয়ে একটি তালিকা দাখিলে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। জনস্বার্থে দায়ের করা একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।  

প্রবাসীকল্যাণ সচিব, পররাষ্ট্রসচিব, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের  চেয়ারম্যান, বায়রার সভাপতি-সেক্রেটারিকে এক মাসের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতে রিট দায়ের করেন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আইনজীবী মাহফুজুর রহমান মিলন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। এছাড়া সৌদি আরবসহ বিশ্বের অন্য দেশে বাংলাদেশের  যেসব নারী শ্রমিক ক্ষতিগ্রস্ত ও যৌন হয়রানির শিকার হয়েছেন, তাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন-প্রত্যাবাসনে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। একই সঙ্গে যেসব এজেন্সি ও ব্যক্তি যথাযথ আইন অনুসরণ না করে কাজের জন্য কর্মী বিদেশে পাঠাচ্ছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে প্রবাসী কল্যাণ সচিব, পররাষ্ট্র সচিব, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর