বুধবার, ১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সিলেটে রেজওয়ানসহ যারা রেকর্ড গড়লেন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ভোটের দিন ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দ্বারা কেন্দ্র দখল, জাল ভোটের মহোৎসব কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি সিলেট জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য রেজওয়ান আহমদকে। দৈনিক যুগান্তরের সাবেক বু্যুরো প্রধান রেজওয়ান টানা তৃতীয়বারের মতো কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন। সিলেট সিটি করপোরেশনের চতুর্থ নির্বাচনে সাংবাদিক রেজওয়ান শুধু যে জয়ই পেয়েছেন, তা নয়। প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী যত ভোট পেয়েছেন, রেজওয়ান একাই তার চেয়ে বেশি ভোট পেয়েছেন।

শুধু রেজওয়ানই নন, সিসিকে নয়জন ব্যক্তি কাউন্সিলর পদে টানা তিন বা চারবার বিজয়ী হওয়ার রেকর্ড গড়েছেন। এসব কাউন্সিলররা হলেন ৪নং ওয়ার্ডে রেজাউল হাসান কয়েস লোদী, ৫নং ওয়ার্ডে রেজওয়ান আহমদ, ৬নং ওয়ার্ডে ফরহাদ চৌধুরী শামীম, ৯নং ওয়ার্ডে মখলিছুর রহমান কামরান, ১২নং ওয়ার্ডে সিকন্দর আলী, ১৩নং ওয়ার্ডে শান্তনু দত্ত সনতু, ২০নং ওয়ার্ডে আজাদুর রহমান আজাদ, ১৮নং ওয়ার্ডে এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল এবং মহিলা কাউন্সিলর পদে ৬নং ওয়ার্ডে শাহানারা বেগম। এসব কাউন্সিলরদের সঙ্গে আলাপকালে তারা জানান, বিজয়ী হওয়ার পর ওয়ার্ডের উন্নয়নে কাজ করায় এবং মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখায় তারা ধারাবাহিকভাবে বিজয়ী হয়ে আসছেন। প্রসঙ্গত, সিসিক নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ২৭টি ওয়ার্ডে প্রার্থী ছিলেন ১২৬ জন এবং ৯টি সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ৬২ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর