শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
মুখরিত স্লোগান

উই ওয়ান্ট জাস্টিস

নিজস্ব প্রতিবেদক

উই ওয়ান্ট জাস্টিস

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় টানা অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিলেও গতকাল বৃষ্টির মধ্যে স্কুল-কলেজের ইউনিফর্ম পরেই রাস্তায় ছিল কোমলমতি শিক্ষার্থীরা। রাজধানীতে অন্তত ২৫টি পয়েন্টে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। গত তিন দিনের মতো গতকালও ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ ছিল। এ সময় শিক্ষার্থীদের হাতে নানা স্লোগান-সংবলিত প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার দেখা যায়। উল্লেখযোগ্য স্লোগানের মধ্যে ছিল—‘দুঃখিত, রাস্তা বন্ধ, ৪৭ বছর বয়সী রাষ্ট্রের সংস্কার কাজ চলছে’, ‘নিরাপদ সড়ক চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘উই আর স্টুডেন্ট, নট টেররিস্ট’, ‘শিক্ষার্থীরা রাস্তায় থাক, মন্ত্রীরা স্কুলে যাক’, ‘সপ্তাহে অন্তত এক দিন জনপ্রতিনিধিদের পাবলিক পরিবহনে চড়তে হবে’, ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’, ‘ভাইয়ের কান্না, আর না আর না,’ ‘খুনিদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘লেগেছে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে,’ ‘পথ যেন না হয় মৃত্যুর, পথ যেন হয় শান্তির’, ‘চালক-মালিক-যাত্রী-পথচারী ভাই ভাই, দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই’, ‘নিরাপদ সড়ক চাই, মরণ নয় প্রাণ চাই’, ‘আর নয় আশ্বাস, ভেঙে গেছে বিশ্বাস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার বোন কবরে, খুনি কেন বাহিরে’। এ ছাড়া রাস্তায় গোল হয়ে বসে সুরে সুরে স্লোগানে স্লোগানে গান গাইতেও দেখা যায় ছাত্রছাত্রীদের। শিক্ষার্থীদের সঙ্গে এবার অভিভাবকদেরও রাস্তায় নামতে দেখা যায়। তাদের হাতে প্লাকার্ডে দেখা যায়—‘উই আর উইথ ইউ, টিচার্স ফর স্টুডেন্টস, গার্ডিয়ান ফর স্টুডেন্টস’, ‘আই অ্যাম এ মাদার, আই ওয়ান্ট জাস্টিস’, ‘সাপোর্টিং দ্য ইয়ুথ, এ সেভ নেশন’, ‘উই আর দ্য ৯৯%, বেটার টুমরো’, ‘নিরাপদ সড়ক শুধু আমাদের জন্যই জরুরি নয়, দিয়ার বাবার মতো ড্রাইভারদের জন্যও জরুরি’, ‘বাস মামা আস্তে চালাও, মরে গেলে মা কাঁদবে’, ‘এই আন্দোলনে আমি যদি মারা যাই, আমার লাশ যেন নিরাপদ সড়ক ছাড়া ঘরে না ফেরে’। বাসচাপায় ২৯ জুলাই কুর্মিটোলায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর থেকেই ছাত্রছাত্রীদের এ বিক্ষোভ চলছে।

বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করেছে দেশের অন্যান্য শহরেও। এদিকে গত কয়েক দিনের বিক্ষোভের মধ্যে গাড়ি ভাঙচুরের ঘটনায় পরিবহন মালিকরাও গতকাল সকাল থেকেই বাস বন্ধ রেখেছেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। উত্তরা, বাড্ডা, শাহজাদপুর, নতুনবাজার, মহাখালী, মগবাজার, শাহবাগ, রামপুরা, ফার্মগেট, আসাদ গেট, খিলগাঁও, মালিবাগ, শান্তিনগর, সায়েন্স ল্যাবরেটরি, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা আগের দিনের মতোই মিছিল এবং গাড়ি থামিয়ে চালকদের লাইসেন্স পরীক্ষা করে। পুলিশের ভূমিকায় তাদের এই পরীক্ষা থেকে পুলিশের গাড়িও ছাড় পায়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর