শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
আসামের নাগরিক তালিকা

অনুপ্রবেশকারী নয় ৪০ লাখ মানুষ

নয়াদিল্লি প্রতিনিধি

আসামে নাগরিক তালিকা তৈরির সমন্বয়ক প্রতীক হাজেলা বুধবার ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকাকে বলেছেন, জাতীয় নাগরিক নিবন্ধক (ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন্স—এনআরসি) প্রণীত চূড়ান্ত খসড়া তালিকায় যাদের নাম আসেনি তারা অনুপ্রবেশকারী নয়।

ভারতের শাসক দল বিজেপির সভাপতি অমিত শাহ এক দিন আগে বলেছিলেন, এনআরসি আসামে ‘ঘুসপেথিয়ে’ (অনুপ্রবেশকারী) বেছে বেছে আলাদা করে রাখবে যাতে তাদের বহিষ্কার করা যায়। প্রতীক হাজেলা দৃশ্যত বিজেপি সভাপতির বক্তব্য খণ্ডন করে বলেন, যে ৪০ লাখের নাম এনআরসির তালিকায় আসেনি তাদের আমরা ‘ঘুসপেথিয়ে’ বলতে পারি না। প্রশ্ন করা হয়েছিল, চূড়ান্ত খসড়া তালিকায় যে ৪০ লাখ ৭ হাজার ৭০৭ জনের নাম ওঠেনি তাদের অনুপ্রবেশকারী বা অবৈধ অভিবাসী বলা যাবে? জবাবে হাজেলা বলেন, যাদের নামভুক্তি হয়নি, নাগরিকত্ব প্রমাণের জন্য তাদের আরেকটি সুযোগ দেওয়া হবে। এরপর হবে বিচার বিভাগীয় যাচাই-বাছাই। এটা করবে ফরেনার্স ট্রাইব্যুনাল। এর পরই শুরু হবে চূড়ান্ত তালিকা তৈরির প্রক্রিয়া। কাজেই, এখনই কাউকে অনুপ্রবেশকারী বা অবৈধ অভিবাসী বলাটা হবে ‘খুবই আগাম’ আখ্যায়িত করা। আসামের নাগরিকপঞ্জীর তীব্র সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বৈষম্যমূলক এই তালিকার কারণে দেশে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। হতে পারে রক্তক্ষয়। তিনি বলেন, ‘ভারতীয়দের ভারতীয়তা নিয়ে প্রশ্ন তোলার অধিকার কে তাদের দিয়েছে?’

সর্বশেষ খবর