শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

আতঙ্কের কিছু নেই : শাহরিয়ার

কূটনৈতিক প্রতিবেদক

আতঙ্কের কিছু নেই : শাহরিয়ার

আসামের নাগরিক তালিকায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ দেখি না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

গতকাল ঢাকার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের তৃতীয় ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ (ইউপিআর) নিয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আসামের নাগরিক তালিকা নিয়ে কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছেন। তবে এ নিয়ে      রাজনীতি করার কোনো সুযোগ নেই। নাগরিক তালিকা নিয়ে আসাম সরকার সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। এ তালিকা নিয়ে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ধরনের প্রভাব পড়বে না। ভারতের আসাম রাজ্য সরকার সোমবার (৩০ জুলাই) জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) চূড়ান্ত খসড়া প্রকাশ করেছে। এ নিয়ে  সেখানের রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এ নাগরিক তালিকাকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে বাংলাদেশ।

সর্বশেষ খবর