মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সংসদ নির্বাচনে সারা দেশে ৪০ হাজার ভোটকেন্দ্র

খসড়া তালিকা প্রকাশ, ১৯ আগস্ট পর্যন্ত দাবি আপত্তি গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সারা দেশে ৪০ হাজার ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে। ভোটকেন্দ্রের বিষয়ে আগামী ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ করা হবে। ইসি সূত্র জানায়, সংসদ নির্বাচনের জন্য কমিশন অনুমোদিত ‘ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা’ অনুযায়ী ইসির জেলা-উপজেলা কর্মকর্তারা এই তালিকা প্রকাশ করেছেন। ইসির কর্মকর্তারা বলেছেন, ভোটকেন্দ্রের বিষয়ে দাবি-আপত্তি করার সময় ১৯ আগস্ট পর্যন্ত, দাবি নিষ্পত্তির তারিখ ৩০ আগস্ট এবং ভোটকেন্দ্র চূড়ান্ত হবে ৬ সেপ্টেম্বর। এর আগে এ সংক্রান্ত একটি চিঠি সব জেলা নির্বাচন অফিসারদের কাছে পাঠানো হয়। চিঠিতে ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা অনুযায়ী খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, দাবি-আপত্তি গ্রহণ এবং নিষ্পত্তির জন্য নির্দেশ দেওয়া হয়।  ইসির একজন উপ-সচিব জানান, সংসদ নির্বাচনের জন্য প্রায় ৪০ হাজার ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করা হয়েছে। এই সংখ্যা সব জেলা থেকে এখনো ইসি সচিবালয়ে আসেনি। এ বড় কর্মযজ্ঞ সম্পন্ন করতে নীতিমালার আলোকে ব্যবস্থা নেওয়ার জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যদিয়েই জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হলো। আগামী ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি সূত্র জানিয়েছে, নবম সংসদে ৮ কোটি ১০ লাখের বেশি ভোটারের জন্য ভোটকেন্দ্র ছিল ৩৫ হাজার ২৬৩টি (ভোটকক্ষ ১ লাখ ৭৭ হাজার ২৭৭টি)। সর্বশেষ দশম সংসদ নির্বাচনে ৯ কোটি ১৯ লাখ ভোটারের বিপরীতে ভোটকেন্দ্র ছিল ৩৭ হাজার ৭০৭। এ সময় ৩০০ আসনে ভোটকক্ষ ছিল ১ লাখ ৮৯ হাজার ৭৮টি। এবার একাদশ সংসদ নির্বাচনে ১০ কোটি ৪২ লাখ ভোটারের বিপরীতে প্রয়োজন হবে ৪০ হাজার ভোটকেন্দ্র; এতে ভোটকক্ষ থাকবে প্রায় ২ লাখ।

সর্বশেষ খবর