মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

আইসিটি মামলায় সাত দিনের রিমান্ডে শহিদুল

নিজস্ব প্রতিবেদক

আইসিটি মামলায় সাত দিনের রিমান্ডে শহিদুল

নিরাপদ সড়কের দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগে তথ্য ও প্রযুক্তি আইন (আইসিটি)সহ মোট ২৪টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে অন্তত ১১ জনকে। এদিকে, গ্রেফতার হওয়া দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও আলোকচিত্রী শহিদুল আলমের জামিন নামঞ্জুর করে তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে, গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আরমান আলী তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রবিবার রাতে ধানমন্ডির বাসা থেকে শহিদুলকে আটক করা হয়। পরে রমনা থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এদিকে, সামাজিক মিডিয়ায় বিভিন্ন অ্যাপস ব্যবহার করে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার আলমগীর হোসেন, মাহবুবুর রহমান ও সাইদুল ইসলাম তহিদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। গতকাল কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামের আবেদনের পরিপ্র্রেক্ষিতে আদালত এ রিমান্ড মঞ্জুর করে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত ২৪টি মামলা হয়েছে। মামলা ও গ্রেফতারের সংখ্যা বাড়তে পারে। মিরপুর ও উত্তরা বিভাগে ৩টি করে, ওয়ারী বিভাগে ২টি, রমনা ও মতিঝিল বিভাগে ৬টি করে, শাহবাগ, তেজগাঁও, লালবাগ ও গুলশান বিভাগে একটি করে মামলা হয়েছে।

সর্বশেষ খবর