শিরোনাম
বুধবার, ৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ফাঁক-ফোকর বন্ধ করতে হবে

——— ইলিয়াস কাঞ্চন

ফাঁক-ফোকর বন্ধ করতে হবে

সড়কে দুর্ঘটনা রোধ, নিরাপত্তা বিধান এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যদি আইন করা হয় তাহলে তার নামকরণ কেন ‘সড়ক পরিবহন আইন’ হবে। এর নামকরণ ‘সড়ক পরিবহন ও সড়ক নিরাপত্তা আইন’ করা না হলে কখনই এ আইন মেনে নেব না। সুচিন্তিতভাবে মানুষকে ঠকানোর ব্যবস্থা রাখা হয়েছে আইনে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি আরও বলেন, আইনটি এখনো সংসদে ওঠেনি। তাই সংশোধনের সুযোগ আছে। আইনের ফাঁকফোকর বন্ধ করতে হবে। নতুন আইনে সর্বোচ্চ শাস্তি ৫ বছর রাখা হয়েছে। অথচ উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে শাস্তি ৭ বছর হতে হবে। নতুন আইনে উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করা হয়নি। আবার সর্বনিম্ন শাস্তির দাবিও মানা হয়নি। ফলে আদালতের মাধ্যমে শাস্তি কমে যাওয়ার সুযোগ থেকে যাচ্ছে। ইলিয়াস কাঞ্চন বলেন, আসলে সুচিন্তিতভাবে মানুষ ঠকানোর ব্যবস্থা রাখা হয়েছে আইনে। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৬ মাসের জেল, আর নকল লাইসেন্স ব্যবহার করলে ২ বছরের জেল। এটা কী ধরনের কথা? তাহলে কে নকল লাইসেন্স দেখাবে? সে তো ধরা পড়লে লাইসেন্স ছুড়ে ফেলে দিয়ে বলবে লাইসেন্স ভুলে ফেলে এসেছি। কিংবা বলবে লাইসেন্স নেই। আইনে থাকা এরকম বৈষম্যগুলো দূর করা জরুরি। এসব কারণে এই প্রস্তাবিত আইনটি আমাদের বিবেচনায় অগ্রহণযোগ্য।

সর্বশেষ খবর