শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
গুলশানে জঙ্গি হামলা

হাসনাত করিম কারামুক্ত

গাজীপুর প্রতিনিধি

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম কাশিমপুরের হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ওই কারাগারের জেল সুপার মো. শাহজাহান জানান, বুধবার দিবাগত রাতে হাসনাত করিমকে মামলা থেকে অব্যাহতির কাগজ আসে। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে তিনি মুক্তি পান। ২০১৬ সালের পয়লা জুলাই রাতে গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। পরে সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করে পুলিশ। গত ২৩ জুলাই আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবীর। বুধবার এ মামলার চার্জশিট গ্রহণ করেন ট্রাইব্যুনাল। এতে আটজনকে আসামি করা হয়েছে। চার্জশিটে হাসনাত করিমের নাম না থাকায় আইনজীবীরা তাকে অব্যাহতির আবেদন জানান। পরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান আবেদন গ্রহণ করে তাকে অব্যাহতি দেন। এ মামলায় আসামিদের মধ্যে ছয়জন কারাগারে এবং দুজন পলাতক রয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর