শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

এ বছর হজে যেতে পারছেন না ৬২৭ জন

নিজস্ব প্রতিবেদক

নিবন্ধন করলেও ভিসা জটিলতা, অসুস্থতা এবং ‘ব্যক্তিগত কারণে’ বাংলাদেশ থেকে এবার ৬২৭ জন হজে যেতে পারছেন না। হজের ১০ দিন বাকি থাকতে গতকাল হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘বেশিরভাগই অসুস্থতা ও ব্যক্তিগত কারণে হজে যেতে পারছেন না। ভিসা সংক্রান্ত জটিলতাও রয়েছে। এদিকে যাত্রী না পাওয়ায় গতকাল পর্যন্ত মোট ১৫টি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজ এজেন্সিগুলো তাদের যাত্রীদের টিকিট কনফার্ম না করায় এই জটিলতা সৃষ্টি হচ্ছে বলে বিমান কর্মকর্তাদের অভিযোগ। এ ছাড়া গতকাল পর্যন্ত ১ লাখ ৮ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। গত বছর ভিসা জটিলতায় যাত্রী না পেয়ে ২৪টি হজ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল বিমান। তাতে ৪০ কোটি টাকার রাজস্ব আয়  থেকে বঞ্চিত হয় রাষ্ট্রায়ত্ত এই বিমান পরিবহন সংস্থা। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৬ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে ৬ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১ লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার কথা ছিল। গত ১৪ জুলাই শুরু হয়েছে হজ ফ্লাইট। চলবে ১৫ আগস্ট পর্যন্ত। ২৭ আগস্ট হজের ফিরতি ফ্লাইট শুরু হয়ে চলবে ২৫  সেপ্টেম্বর পর্যন্ত। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ আগস্ট হজ হতে পারে।

সর্বশেষ খবর