শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

চুরি হবিগঞ্জে জানানো হলো সৌদি থেকে!

নিজস্ব প্রতিবেদক, সিলেট

হবিগঞ্জ জেলার বাহুবলে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল ভোর রাতে মিরনপুর বাজারের এসএম টেলিকম অ্যান্ড কম্পিউটারের দোকানে এ ঘটনা ঘটে। আর এ ব্যাপারটি সৌদি আরব থেকে দেখে ফেলেন দোকানের মালিক মনিরুল ইসলামের ভাই রুহুল আমীন।

জানা গেছে, এর আগেও প্রতিষ্ঠানটিতে তিনবার চুরি হয়। এর পর থেকে তার ভাই সৌদি প্রবাসী রুহুল আমীন সিসি ক্যামেরায় রাতে দোকানটি দেখাশোনা করেন। ঘটনার সময় তিনি সৌদিতে বসে সিসি ক্যামেরায় দোকানের উপরের টিন কেটে চোরদের ভিতরে প্রবেশ করা দেখতে পান। পরে তিনি সৌদি আরব থেকে ফোন করে দোকানে চোর ঢোকার বিষয়টি জানান। এ সময় মালিক মনিরুল স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে দোকানে গিয়ে এক নারীসহ ৪ চোরকে আটক করেন। তারা হলেন, উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাঘেরখাল গ্রামের রমজান আলী (২৫), উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের সিএনজি চালক আরব আলী (২৫), একই গ্রামের তহুরা বেগম (৩০) ও তার স্বামী অলুয়া গ্রামের রুবেল মিয়া (৩৫)। পরে খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সর্বশেষ খবর