রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

জিজ্ঞাসাবাদ চলছে শহিদুল-নওশাবার

নিজস্ব প্রতিবেদক

রিমান্ডে থাকা দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও আলোকচিত্রী শহিদুল আলম এবং অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ৭ দিনের রিমান্ড আদেশে গতকাল শহিদুলকে ৫ম দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়। আর দ্বিতীয় দফায় রিমান্ডের প্রথম দিনে জিজ্ঞাসাবাদ চলে নওশাবার। এদিকে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কঠোরভাবে দমন ও শহিদুল আলমকে ‘বেআইনিভাবে গ্রেফতারের’ তীব্র নিন্দা জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবীরা।  গত ৫ আগস্ট রাতে শহিদুল আলমকে বাসা থেকে উঠিয়ে নেওয়ার অভিযোগ করে তার পরিবার। পরদিন শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উসকানি দেওয়ার অভিযোগে করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। এর আগের রাতে রাজধানীর উত্তরা থেকে কাজী নওশাবা আহমেদকে গ্রেফতার করে র‌্যাব। ৪ দিনের রিমান্ড শেষে শুক্রবার তাকে ফের দুদিনের রিমান্ডে নেওয়া হয়।

শহিদুলের গ্রেফতারে নিন্দা জানানো ব্যক্তিরা হলেন- আমেরিকান দার্শনিক, ইতিহাসবিদ, রাজনীতি ও গণমাধ্যম বিশ্লেষক নোয়াম চমস্কি, ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়, কানাডিয়ান লেখক নাওমি ক্লেইন, একাধারে আমেরিকান নাট্যকার, অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক ইভ এন্সলার এবং ভারতীয় বুদ্ধিজীবী বিজয় প্রসাদ। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, তথ্য উপস্থাপন ও সমালোচনা মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। কোনো রাষ্ট্র যদি তার নাগরিককে যা ঘটছে তা বলতে না দেয় এবং এজন্য কঠোর অবস্থান নেয়, তাহলে তা মানুষের মৌলিক অধিকারকে লঙ্ঘনের শামিল।

সর্বশেষ খবর